জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার
26. কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
- ক. ১৬ ডিসেম্বর ১৯৭৫
- খ. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- গ. ১৪ নভেম্বর ১৯৭৩
- ঘ. ৩১ ডিসেম্বর ১৯৭২
27. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
- ক. হাজী শরীয়ত উল্লাহ
- খ. মোহসীন উদ্দীন দুখু মিয়া
- গ. মজনু শাহ
- ঘ. মাওলানা ভাসানী
28. 'Stop Genocide' প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. আলমগীর কবির
- খ. জহির রায়হান
- গ. সত্যজিৎ রায়
- ঘ. তারেক মাসুদ
29. পূর্ব-পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন?
- ক. নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
30. বেলজিয়াম- এর রাজধানীর নাম -
- ক. বিসায়ু
- খ. ব্রাসিলিয়া
- গ. ব্রাসেলস
- ঘ. বুদাপেস্ট
- ক. তানজানিয়া
- খ. সিরিয়া
- গ. কাতার
- ঘ. তাজাকিস্তান
32. বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৭
- ঘ. ১৯৭৯
33. বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ -
- ক. ভাতর
- খ. ইরাক
- গ. সোভিয়েত ইউনিয়ন
- ঘ. ভুটান
34. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
- ক. ১৯৩৫
- খ. ১৮৯৩
- গ. ১৭৯৩
- ঘ. ১৭৩৫
35. 'The Cruel Birth of Bangladesh' গ্রন্থের লেখক কে?
- ক. এস এ করিম
- খ. এস্থনি মার্সকারেনহাস
- গ. আর্চার কে ব্লাড
- ঘ. এডওয়ার্ড কেনেডি
36. প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৭ এপ্রিল ১৯৭১
- খ. ৭ মার্চ ১৯৭১
- গ. ১০ এপ্রিল ১৯৭১
- ঘ. ২৫ মার্চ ১৯৭১
37. Man is born free and everywhere is in chains -
- ক. এরিস্টটল
- খ. প্লেটো
- গ. মেকিয়াভেলী
- ঘ. রুশো
- ক. ১৯৬৯
- খ. ১৯৬৮
- গ. ১৯৬৬
- ঘ. ১৯৭০
39. We shall fight on the beaches - উক্তিটি কার?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. আব্রাহমা লিঙ্কন
- গ. উইনস্টল চার্চিল
- ঘ. মাও সেতুং
40. এ পি জে আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
- ক. ১৯৯৯
- খ. ২০০০
- গ. ২০০১
- ঘ. ২০০২
41. কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
- ক. CARE
- খ. UNDP
- গ. ILO
- ঘ. WFP
- ক. নাটক
- খ. উপন্যাস
- গ. প্রবন্ধ
- ঘ. কবিতা
43. Orientalism শব্দটির অর্থ কি?
- ক. প্রাচীন
- খ. প্রাচ্যবাদ
- গ. পুঁজিবাদ
- ঘ. সাম্যবাদ
44. উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত?
- ক. বাণিজ্য কেন্দ্র
- খ. নতুন খনিজ সম্পদ প্রাপ্তি
- গ. প্রত্নতাত্ত্বিক খনন
- ঘ. সাহিত্য চর্চা কেন্দ্র
45. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
- ক. বান কি মুন
- খ. অ্যান্টনিও গুতেরেস
- গ. পিটার থমসন
- ঘ. ব্রাউন
46. রেডক্রম- এর প্রতিষ্ঠাতা কে?
- ক. ফ্রেডরিক প্যাসে
- খ. ফ্রেডরিখ এঞ্জেলস
- গ. হেনরি ডুনান্ট
- ঘ. লর্ড ব্যাডেন পাওয়েল
- ক. জানুয়ারি ২০১৫
- খ. জানুয়ারি ২০১৬
- গ. ফেব্রুয়ারি ২০১৭
- ঘ. মার্চ ২০১৭
48. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৯৬
- খ. ১৯৯৭
- গ. ১৯৯৮
- ঘ. ১৯৯৯
49. The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?
- ক. অ্যাডাম স্মিথ
- খ. কার্ল মার্কস
- গ. জ্যাঁ জ্যাক রুশো
- ঘ. থমাস হবস
50. এ পর্যন্ত বাংলাদেশ সংবিধান কতবার সংশোধিত হয়?
- ক. ১০
- খ. ১৪
- গ. ১৫
- ঘ. ১৭