মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক
52. x3 - 8x + 16 + y2 এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে?
- ক. -2xy
- খ. 8xy
- গ. 6xy
- ঘ. 2xy
53. 2a2 + 7ab - 15b2 এর উৎপাদক বিশ্লেষণ কত হয়?
- ক. (a+5b) (2a - 3b)
- খ. (a-5b)(2a+3b)
- গ. (a-5b)(2a-3b)
- ঘ. (a-5b)(a+5b)
54. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল -
- ক. ৪৮৫০
- খ. ৮৯৫০
- গ. ৪৭৫০
- ঘ. ৪৯৫০
56. x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
- ক. 7
- খ. 8
- গ. 9
- ঘ. 10
58. পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৩৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
- ক. ১১৮
- খ. ১১২
- গ. ১১৫
- ঘ. ১১৩
- ক. ০
- খ. ৯০
- গ. ৪৫
- ঘ. ১৮০
60. কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?
- ক. ২৭
- খ. ১৬
- গ. ১২
- ঘ. ৩০
61. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ১৫.২ সে.মি.
- খ. ১০.৫ সে.মি.
- গ. ১০.৭ সে.মি.
- ঘ. ১৭.১ সে.মি.
- ক. ১৬০০ বর্গফুট
- খ. ১২০০ বর্গফুট
- গ. ৮৫৫ বর্গফুট
- ঘ. ৭৫৫ বর্গফুট
63. যদি a - 1/a = 2 হয় তবে a4 + 1/a4 = কত?
- ক. 36
- খ. 32
- গ. 34
- ঘ. 40
64. ৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
- ক. ৩৯
- খ. ৩৮.৭
- গ. ৩৭.৬
- ঘ. ৩৯.৮
65. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
- ক. ৬টি
- খ. ৭টি
- গ. ৮টি
- ঘ. ৯টি
66. লাওসের (Laos) এর সরকারি নাম কি?
- ক. Laos People's Democratic Republic
- খ. Republic of Laos
- গ. Kingdom of Laos
- ঘ. Democratic Republic of Laos
67. বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা -
- ক. জাপান
- খ. ভারত
- গ. আফগানিস্তান
- ঘ. চীন
69. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চীফ অব স্টাফ কে ছিলেন?
- ক. কর্ণেল (অব) এম এ জি ওসমানী
- খ. মেজর খালেদ মোশাররফ
- গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খোন্দকার
- ঘ. কর্ণেল (অব) এম এ রব
70. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
- ক. সাইট্রিক অ্যাসিড
- খ. নাইট্রিক অ্যাসিড
- গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
- ঘ. সালফিউরিক অ্যাসিড