৪৪তম বিসিএস প্রিলি
101. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারী গণ ব্যবহার করে না?
- ক. CaaS
- খ. IaaS
- গ. PaaS
- ঘ. SaaS
102. একটি ফাংশন f : R - R, f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f-1 (2) এর মান কত?
- ক. 0
- খ. 1/2
- গ. 5
- ঘ. 1
104. যদি log10x = 1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান?
- ক. 0.1
- খ. 0.01
- গ. 1/10000
- ঘ. 0.001
105. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে
- ক. - 2, 9
- খ. 2, 9
- গ. - 2, - 9
- ঘ. 2, - 9
107. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
- ক. ৪৫
- খ. ১২৯৬
- গ. ৩৬
- ঘ. ৪
108. 1 - 1 + 1 - 1 + 1 - 1 +.......+n সংখ্যক পদের যোগফল হবে -
- ক. 0
- খ. 1
- গ. [1 + (-1)n]
- ঘ. 1/2 [ 1 - (-1)n]
109. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
- ক. ৩০
- খ. ২০
- গ. ১৮
- ঘ. ১০
110. P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে, P(AUB) এর মান কত?
- ক. 3/4
- খ. 1/3
- গ. 5/6
- ঘ. এর কোনোটিই নয়
111. বাস্তব সংখ্যায় |3x + 2| < 7 অসমতাটির সমাধান :
- ক. - 3 < x < 3
- খ. -5/3
- গ. - 3
- ঘ. 5/3 < x < - 5/3
- গ. - 3
112. 6a2bc এবং 4a3b2c2 এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?
- ক. a2bc
- খ. 2a2bc
- গ. 2a2b2c2
- ঘ. কোনোটিই নয়
114. রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী -
- ক. আইনের প্রয়োগের অভাব
- খ. নৈতিকতা ও মূল্যবোধের অভাব
- গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
- ঘ. অসৎ নেতৃত্ব
115. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে -
- ক. সমাজে বসবাসের মাধ্যমে
- খ. বিদ্যালয়ে
- গ. পরিবারে
- ঘ. রাষ্ট্রের মাধ্যমে
116. সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন -
- ক. ডেকার্ট
- খ. ডেভিড হিউম
- গ. ইমানুয়েল কান্ট
- ঘ. জন লক
117. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে -
- ক. সততা
- খ. সদাচার
- গ. কর্তব্যবোধ
- ঘ. মূল্যবোধ
118. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে -
- ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
- খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
- গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
- ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
119. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে -
- ক. ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
- খ. ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
- গ. ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
- ঘ. উপরের সবগুলোতে
120. জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম -
- ক. UNCLOS
- খ. UNCTAD
- গ. UNCAC
- ঘ. CEDAW
121. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান -
- ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
- খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
- গ. শক্তিশালী রাজনৈতিক দল
- ঘ. পরমসহিষ্ণুতা
- ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
- খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
- গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
- ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।
123. ৩, ৫, ৮, ১৩, ২১ এই সিরিজটি পরের সংখ্যাটি কত?
- ক. ২৪
- খ. ২৬
- গ. ২৯
- ঘ. ৩৪
124. একটি দেয়াল ঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
- ক. উত্তর
- খ. পশ্চিম
- গ. দক্ষিণ
- ঘ. পূর্ব
125. P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর -
- ক. পুত্র
- খ. ভাই
- গ. পিতা
- ঘ. চাচা