৪৪তম বিসিএস প্রিলি

114. রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী -

  • ক. আইনের প্রয়োগের অভাব
  • খ. নৈতিকতা ও মূল্যবোধের অভাব
  • গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
  • ঘ. অসৎ নেতৃত্ব

118. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে -

  • ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
  • খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  • গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  • ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড

119. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে -

  • ক. ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  • খ. ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  • গ. ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  • ঘ. উপরের সবগুলোতে

121. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান -

  • ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
  • খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
  • গ. শক্তিশালী রাজনৈতিক দল
  • ঘ. পরমসহিষ্ণুতা

122. সরকারি সিন্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে -

  • ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
  • খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
  • গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
  • ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics