১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়
77. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল । বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত ?
- ক. ১৮ঃ২৫
- খ. ২০ঃ২৫
- গ. ২৪ঃ২৫
- ঘ. ১৯ঃ২৫
78. একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে ?
- ক. ৪ গুণ
- খ. ১/৪ গুণ
- গ. ২ গুণ
- ঘ. ১/২ গুণ
79. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
- ক. সুকুমার সেন
- খ. সুকুমারী ভট্টাচার্য
- গ. নিহার রঞ্জন রায
- ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
80. ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?
- ক. অভদ্র
- খ. মিথ্যা
- গ. উত্তম
- ঘ. ভদ্র
81. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ?
- ক. আমন্ত্রণপত্র
- খ. মানপত্র
- গ. নিমন্ত্রণপত্র
- ঘ. স্মারক পত্র
83. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
- ক. মানব
- খ. পানীয়
- গ. জয়
- ঘ. স্মরণীয়
84. অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ?
- ক. প্রাচীন
- খ. নবীন
- গ. নির্বাচিত
- ঘ. অনির্বাচিত
86. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
- ক. বিহগ
- খ. গরুড়
- গ. পৃপ
- ঘ. বিহঙ্গ
87. ‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
- ক. তাসের ঘর
- খ. চোখের বালি
- গ. গুড়ে বালি
- ঘ. খয়ের খাঁ
88. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
- ক. নব্য ভারতীয় আর্যভাষা
- খ. ফারসি
- গ. সংস্কৃত
- ঘ. অসমীয়
89. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
- ক. খুলনা
- খ. যশোর
- গ. বাগেরহাট
- ঘ. রাজশাহী
90. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে ?
- ক. ১৭০০ সনে
- খ. ১৭৬২ সনে
- গ. ১৯৬৫ সনে
- ঘ. ১৭৯৩ সনে
91. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
- ক. ঝিনাইদহ
- খ. মেহেরপুর
- গ. যশোর
- ঘ. কুষ্টিয়া
92. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী ?
- ক. রেডিমেড গার্মেন্টস
- খ. পাট
- গ. চামড়া
- ঘ. তুলা
93. সাগর কন্যা কোন জেলায় ভৌগোলিক নাম ?
- ক. ভোলা
- খ. খুলনা
- গ. কক্সবাজার
- ঘ. পটুয়াখালী
94. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
- ক. ৯ : ৬
- খ. ১১ : ৭
- গ. ১০ : ৬
- ঘ. ৮ : ৬
95. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?
- ক. মাজহারুল হক
- খ. লুই আইক্যান
- গ. এফ . আর . খান
- ঘ. নভেরা আহম্মদ
96. প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম কী ?
- ক. ব - দ্বীপ
- খ. হাতিয়া
- গ. সন্দ্বীপ
- ঘ. বরিশাল
97. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?
- ক. ১২ টি
- খ. ৯ টি
- গ. ৮ টি
- ঘ. ১১ টি
98. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'ম্যাগসাসে' পুরস্কার ২০১২ প্রাপ্ত হন __
- ক. অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সাঈদ
- খ. ড . আইনুন নিশাত
- গ. সৈয়দা রেজোয়ানা হাসান
- ঘ. ড . হাসান মাহমুদ