ডেসকো জুনিয়র সহকারী ম্যানেজার

1. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • গ. ৭ মার্চ , ১৯৭১
  • ঘ. ২৬ মার্চ , ১৯৭১

2. 'দ্যা লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মেজর জেনারেল রফিকুল ইসলাম
  • খ. কর্নেল রশিদ কবির
  • গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
  • ঘ. কর্নেল সিদ্দিক মালিক

3. মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন খোলা হয় কার অধীনে?

  • ক. বিচারপতি আবু সাইদ চৌধুরী
  • খ. বিচারপতি এ এস এম সায়েম
  • গ. এম আর সিদ্দিকী
  • ঘ. রবিশঙ্কর ঘোষ

4. বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

  • ক. বাংলার প্রকৃতির কথা
  • খ. বাংলার মানুষের কথা
  • গ. বাংলার ইতিহাসের কথা
  • ঘ. বাংলার সংস্কৃতির কথা

5. বাংলাদেশের বৃহত্তর রেল জংশন কোনটি?

  • ক. কমলাপুর রেল জংশন
  • খ. পার্বতীপুর রেল জংশন
  • গ. আখাউড়া রেল জংশন
  • ঘ. ঈশ্বরদী রেল জংশন

6. বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জমাউন্টেড বিদ্যু' কেন্দ্র কোনটি?

  • ক. ঢাকা বার্জমাউন্টেড
  • খ. খুলনা বার্জমাউন্টেড
  • গ. পাবনা বার্জমাউন্টেড
  • ঘ. বরিশাল বার্জমাউন্টেড

8. নিচের কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ?

  • ক. নির্দেশনা
  • খ. নিয়ন্ত্রণ
  • গ. সমন্বয়
  • ঘ. কর্মীসংস্থান

9. নিচের কোন অনুপাতটি স্বচ্ছলতা নির্দেশক অনুপাত ?

  • ক. কার্যকরী মূলধন অনুপাত
  • খ. নীট মুনাফার হার
  • গ. মজুদ আবর্তন অনুপাত
  • ঘ. দায় মালিকানা অনুপাত

10. আয় স্বীকৃতি নীতি নির্দেশ করে যে, হিসাবকালে আয় স্বীকার করতে হয়-

  • ক. এটি অর্জনের আগেই
  • খ. এটি অর্জনের পরে
  • গ. যখন এটি অর্জিত হয়
  • ঘ. যখন এটি সংগৃহিত হয়

12. নিচের কোনটি পরিপূরক পারিশ্রমিক নয়?

  • ক. মূল বেতন
  • খ. মহার্ঘ্য ভাতা
  • গ. চিকিৎসা ভাতা
  • ঘ. বাড়ি ভাড়া

21. Schengen চুক্তি হচ্ছে-

  • ক. বাণিজ্য চুক্তি
  • খ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
  • গ. করহ্রাস করা চুক্তি
  • ঘ. অস্ত্রবিরতি চুক্তি

22. রাঙ্গামাটির পূর্বনাম কি ছিল?

  • ক. ভুলুয়া
  • খ. হরিকেল
  • গ. খলিফাবাদ
  • ঘ. নিজে চেষ্টা করুন

23. কত তারিখে বাংলাদেশের 'কৃষি দিবস' উদযাপিত হয়?

  • ক. পহেলা ফাল্গুন
  • খ. পহেলা চৈত্র
  • গ. পহেলা জ্যৈষ্ঠ
  • ঘ. পহেলা অগ্রহায়ণ

25. সুইজারল্যান্ড এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

  • ক. ব্যাংক অব সুইজারল্যান্ড
  • খ. সেন্ট্রাল ব্যাংক অব সুইজারল্যান্ড
  • গ. রিজার্ভ ব্যাংক অব সুইজারল্যান্ড
  • ঘ. সুইস ন্যাশনাল ব্যাংক


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics