বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
51. সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
- ক. টেকনাফ
- খ. পটুয়াখালী
- গ. কক্সবাজার
- ঘ. খুলনা
52. কম্পিউটারের কি-বোর্ড একটি-
- ক. ইনপুট ডিভাইস
- খ. আউটপুট ডিভাইস
- গ. ইন্টারনাল ডিভাইস
- ঘ. কোনটি নয়
53. কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত?
- ক. ৯
- খ. ১২
- গ. ১৩
- ঘ. ১৫
54. Representation of the People's Order, ১৯৭২ কোন ধরণের বিধান?
- ক. জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত
- খ. নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত
- গ. সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত
- ঘ. রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত
55. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি?
- ক. হালদা নদী
- খ. মহুরী নদী
- গ. কর্ণফুলী নদী
- ঘ. সাঙ্গু নদী
56. ইউনিয়ন ডিজিটাল সেন্টার কী?
- ক. ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র
- খ. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
- গ. হাই-টেক পার্ক
- ঘ. কোনটিই নয়
- ক. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
- খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
- গ. ম্যালওয়ার
- ঘ. সোশ্যাল মিডিয়া
58. বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যুনতম বয়স কত?
- ক. ১৮ বছর
- খ. ২০ বছর
- গ. ২৫ বছর
- ঘ. ৩৫ বছর
59. সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- ক. ১.২২%
- খ. ১.১৪%
- গ. ২.১১%
- ঘ. ১.৭৪%
60. 'Leaving no one behind কোনটির মূলনীতি?
- ক. এমডিজি
- খ. এসিডিজি
- গ. রূপকল্প ২০১১
- ঘ. ডেল্টাপ্লান
65. 1/x - 1/y = 2 এবং 1/x^2 + 1/y^2 = 8 হলে 1/x + 1/y = কত?
- ক. 4
- খ. 1/4
- গ. 6
- ঘ. 8
66. কোন সংখ্যার বর্গমূলের সাথে ৪ যোগ করলে ৩ এর বর্গ হবে?
- ক. ৩৬
- খ. ২৫
- গ. ১৬
- ঘ. ৯
67. ৩+৭+১১+………..+৪৩ ধারাটির পদসংখ্যা কত?
- ক. ১০
- খ. ১২
- গ. ১১
- ঘ. ৯
69. নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব?
- ক. ২, ৪, ৮
- খ. ৩, ৬, ৯
- গ. ৪, ৫, ৬
- ঘ. ২, ৪, ১০
72. কোন বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
- ক. ১০%
- খ. ২১%
- গ. ১০০ %
- ঘ. ২০%
73. ৪,৭,২,১,৯,-২,১১, ৩, ৫, সংখ্যাগুলোর মধ্যকের মান কত?
- ক. -২
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৯
74. বার্ষিক কত হারে ৩০০০ টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?
- ক. ৮%
- খ. ১০%
- গ. ১২%
- ঘ. ২০%
75. ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?
- ক. ১০০ গ্রাম
- খ. ১০০০ গ্রাম
- গ. ১০০ কেজি
- ঘ. ১০০০ কেজি