৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

51. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে ?

  • ক. চুক্তিপত্র
  • খ. বায়নানামা
  • গ. বাণিজ্যিকপত্র
  • ঘ. দলিলপত্র

52. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  • ক. তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
  • খ. ‘শেষের কবিতা’ একেখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
  • গ. সকল ছাত্রই অমনোযোগী নয়
  • ঘ. পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি

53. সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি ?

  • ক. প্রাঞ্জলতা
  • খ. সৃজনশীলতা
  • গ. মননশীলতা
  • ঘ. ভাষারীতির শুদ্ধতা

54. কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয় ?

  • ক. একাধিক অনুচ্ছেদ
  • খ. বাক্যের পুনরাবৃত্তি
  • গ. প্রবাদ-প্রবচনের ব্যবহার
  • ঘ. অভিমত প্রদান

57. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?

  • ক. ভারতীয় আর্য
  • খ. সংস্কৃত
  • গ. ইন্দো-ইউরোপীয়
  • ঘ. বঙ্গ-কামরূপী

58. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?

  • ক. কথ্য ভাষা
  • খ. আঞ্চলিক ভাষা
  • গ. সাধু ভাষা
  • ঘ. চলিত ভাষা

59. Beauty is truth . Here 'Beauty' is _____ .

  • ক. a pronoun
  • খ. an abstract noun
  • গ. a common noun
  • ঘ. a collective noun

60. Noun form of 'know' is _____ .

  • ক. knowing
  • খ. known
  • গ. knowledge
  • ঘ. unknown

61. The boy writes well . Here 'well' is a/an ____ .

  • ক. adjective
  • খ. adverb
  • গ. verb
  • ঘ. noun

62. Every man is potential . Here 'Every' is a/an _____ .

  • ক. noun
  • খ. adjective
  • গ. pronoun
  • ঘ. adverb

63. Adjective form of 'Miser' is _____ .

  • ক. miserly
  • খ. miser
  • গ. misery
  • ঘ. misearly

64. Noun form of 'Young' is _____ .

  • ক. younger
  • খ. youth
  • গ. youngest
  • ঘ. tender

65. The tea is so hot that I cannot drink it . (Simple)

  • ক. The tea is too hot to drink it .
  • খ. The tea is so hot to drink .
  • গ. The tea is too hot for me to drink .
  • ঘ. The tea is so hot for me to drink it .

66. Would that I could fly in the sky ! (Assertive)

  • ক. I could fly in the sky .
  • খ. I would fly in the sky .
  • গ. I wish I could fly in the sky .
  • ঘ. I wish I fly in the sky .

67. He has a cup of tea everyday . (Interrogative)

  • ক. Doesn't he have a cup of tea everyday ?
  • খ. Doesn't he has a cup of tea everyday ?
  • গ. Has he not have a cup of tea everyday ?
  • ঘ. Hasn't he a cup of tea everyday ?

68. He is the best boy in the class . (Positive)

  • ক. He is a good boy in the class .
  • খ. No other boy is so good as he .
  • গ. No other boy in the class is as good as he .
  • ঘ. He is better than any other boy .

69. I must do this . (Negative)

  • ক. I cannot but doing this .
  • খ. I cannot help do this .
  • গ. I must not do this .
  • ঘ. I cannot help doing this .

70. I know you . (Complex)

  • ক. I know what you are .
  • খ. I know who you are .
  • গ. I know who are you .
  • ঘ. I know what are you .

71. The sun rises in the east .

  • ক. সূর্য পূর্ব দিকে ওঠে ।
  • খ. সূর্য পূর্ব দিকে অস্ত যায় ।
  • গ. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় ।
  • ঘ. সূর্য পূর্ব দিকে উঠেছে ।

72. He is my nephew .

  • ক. সে আমার চাচী ।
  • খ. সে আমার নতুন পরিচিত ।
  • গ. সে আমার ভাতিজী ।
  • ঘ. সে আমার ভাতিজা ।

73. It is I who am your teacher .

  • ক. আমি তোমার শিক্ষক ।
  • খ. আমিই তোমার শিক্ষক ।
  • গ. এটি আমি যে তোমার শিক্ষক ।
  • ঘ. এটি আমি যিনি তোমার শিক্ষক ।

74. It is quarter to ten now.

  • ক. এখন শোনা দশটা বাজে ।
  • খ. এখন সাথে দশটা বাজে ।
  • গ. এখন পৌনে দশটা বাজে ।
  • ঘ. এখন দশটার কাছাকাছি ।

75. Pen through the line.

  • ক. বাক্যটি কেটে দাও ।
  • খ. শব্দটি কেটে দাও ।
  • গ. ছত্রটি কেটে দাও ।
  • ঘ. ছত্রটি বদলে দাও ।


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics