৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

76. Faults are thick where love is thin.

  • ক. ভালবাসলে ত্রুটি দেখা যাইতেছে না ।
  • খ. ত্রুটি ভালোবাসায় বিলীন হয়ে যায় ।
  • গ. যাকে দেখতে নারি তার চলন বাঁকা ।
  • ঘ. ত্রুটি ও ভালবাসা অভিন্ন ।

77. ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট ।

  • ক. The boy is very wicked.
  • খ. The boy is naughty.
  • গ. The boy is wicked bone to bone.
  • ঘ. The boy is wicked to the backbone.

78. চক্ চক্ করলেই সোনা না ।

  • ক. All that gliter is not gold.
  • খ. All that gliters is not gold.
  • গ. All that glitters is not gold.
  • ঘ. All that glitters are not gold.

79. ঢাকা কি জন্য বিখ্যাত?

  • ক. What is Dhaka famous for?
  • খ. Why Dhaka is famous?
  • গ. What Dhaka is famous for?
  • ঘ. What for Dhaka is famous?

80. আমি জানি সে কোথায় বাস করে ।

  • ক. I know where does he lives.
  • খ. I know where he is living.
  • গ. I know where he live.
  • ঘ. I know where he lives.

81. তেল পানিতে ভাসে ।

  • ক. Oil is floating is water.
  • খ. Oil floates over water.
  • গ. Oil floats on water.
  • ঘ. Oil is floated on water.

82. A paragraph must have____

  • ক. an object
  • খ. a single idea or topic
  • গ. topics
  • ঘ. more than one para

83. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

  • ক. ভিটামিন - এ
  • খ. ভিটামিন - বি
  • গ. ভিটামিন - সি
  • ঘ. ভিটামিন - ডি

84. মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ?

  • ক. ২২ জোড়া
  • খ. ২৩ জোড়া
  • গ. ২৪ জোড়া
  • ঘ. ২৫ জোড়া

86. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ ?

  • ক. ফুসফুস
  • খ. যকৃত
  • গ. পিত্তথলি
  • ঘ. হৃদপিন্ড

87. সুষম খাদ্যের উপাদান কয়টি ?

  • ক. ৫ টি
  • খ. ৬ টি
  • গ. ৭ টি
  • ঘ. ৮ টি

89. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

  • ক. হাঙ্গর
  • খ. শুশুক
  • গ. জেলী ফিস
  • ঘ. পটকা মাছ

90. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?

  • ক. হিমোগ্লোবিন
  • খ. বিলিরুবিন
  • গ. ইনসুলিন
  • ঘ. গ্লাইকোজন

93. বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি ?

  • ক. সাংগু নদী
  • খ. শংখ নদী
  • গ. নাফ নদী
  • ঘ. মেঘনা নদী

94. টেলিফোনের জনক কে ?

  • ক. আলেকজান্ডার গ্রাহাম বেল
  • খ. মার্টিন কুপার
  • গ. হাওওয়ার্ড আইকেন
  • ঘ. টমাস আলভা এডিসন

95. ভূমিকম্পের দেশ কোনটি ?

  • ক. চীন
  • খ. জাপান
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ইন্দোনেশিয়া

97. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি ?

  • ক. নাইট্রোজেন
  • খ. মিথেন
  • গ. কার্বন ডাইঅক্সাইড
  • ঘ. নাইট্রাস গ‍্যাস

98. মৌমাছি পালন সম্পর্কিত বিদ‍্যা কোনটি ?

  • ক. এপিকালচার
  • খ. সেরিকালচার
  • গ. পিসিকালচার
  • ঘ. হারটিকালচার

99. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ?

  • ক. সিসমোগ্রাফ
  • খ. ত্রুেসকোগ্রাফ
  • গ. ত্রুোনোমিটার
  • ঘ. ফ‍্যাদোমিটার

100. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ?

  • ক. কামরুল হাসান
  • খ. মূর্তজা বশীর
  • গ. কাইয়ুম চৌধুরী
  • ঘ. রফিকুন্নবী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics