৮ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়

51. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি ?

  • ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারের ও বেশি জলসীমা
  • খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
  • গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
  • ঘ. কোনটিই নয়

53. কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে ?

  • ক. শিশুমৃত্যু হ্রাস
  • খ. প্রসূতিমৃত্যু হ্রাস
  • গ. মাতৃমৃত্যু হ্রাস
  • ঘ. শিক্ষাহার বৃদ্ধি

54. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ?

  • ক. লন্ডন
  • খ. বার্লিন
  • গ. আর্জেন্টিনা
  • ঘ. ব্রাজিল

55. গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ?

  • ক. বারকোড রিডার
  • খ. স্কানার
  • গ. ও এম আর
  • ঘ. ওয়েব ক্যাম

57. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ?

  • ক. অনুচক্রিকা
  • খ. হরমোন
  • গ. ফিব্রিনোজেন
  • ঘ. প্রোথোম্বিন

58. কত বছর পর পর হ‍্যালির ধুমকেতু দেখা যায় ?

  • ক. ৫৬ বছর
  • খ. ৬৫ বছর
  • গ. ৭৬ বছর
  • ঘ. ৮৫ বছর

59. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে ____

  • ক. ২ - ৩ লিটার
  • খ. ৩ - ৪ লিটার
  • গ. ৪ - ৫ লিটার
  • ঘ. ৫ - ৬ লিটার

60. মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায় ?

  • ক. ১ মাস থেকে ২ মাস
  • খ. ১ বছর থেকে ২বছর
  • গ. ৬ মাস থেকে ১০ বছর
  • ঘ. ৩ মাস থেকে ৪ মাস

61. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ?

  • ক. বাংলা ভাষায়
  • খ. অবস্থানকারী দেশের ভাষায়
  • গ. প্রেরকের নিজের ভাষায়
  • ঘ. ইংরেজী ভাষায়

62. সূর্য উঠেছে ।

  • ক. The sun has up.
  • খ. The sun is up
  • গ. The sun had been up.
  • ঘ. The sun has been up.

63. সে গতকাল বাড়ি এসেছে ।

  • ক. He had come home yesterday.
  • খ. He has come home last day.
  • গ. He came home yesterday.
  • ঘ. He had been come home yesterday.

64. মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম ।

  • ক. I had seen the nice girl beside the road to sell flowers.
  • খ. I saw the girl on the road to sell the flowers.
  • গ. I saw the girl beside the road selling the flowers.
  • ঘ. I was seeing the girl beside the road to sell flowers.

65. মোস্তারীরা চার বোন ।

  • ক. Mostari and her sisters are four in numbers.
  • খ. Most arif has four sisters.
  • গ. Mostari has three Sisters.
  • ঘ. Mosteristarial have four sisters.

66. লক্ষ্মী আজ স্কুলে আসে নাই ।

  • ক. Laxmi does not come to school today.
  • খ. Laxmi did not come to school that day.
  • গ. Laxmi has not come to school today.
  • ঘ. Laxmi has not been come to school today.

67. It is really a vexed question .

  • ক. এটি প্রকৃতপক্ষে একটি অসহনীয় প্রশ্ন
  • খ. বাস্তবিক‌ই এটি একটি বিরক্তিকর প্রশ্ন
  • গ. এটা প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
  • ঘ. এটা আসলেই বাজে প্রশ্ন

68. The clouds rolled away .

  • ক. মেঘ চলে গ‍্যাছে
  • খ. মেঘ কেটে গেল
  • গ. মেঘ উড়ে গেল
  • ঘ. মেঘ চলে গেল

69. A little learning is a dangerous thing .

  • ক. অল্প লেখাপড়া ভীষণ ভয়ংকর
  • খ. সল্পবিদ‍্যা ভয়ংকরী ‌
  • গ. অল্পবিদ্যা ভয়ংকরী
  • ঘ. সামান্য বিদ্যা ভীষণ ভয়াবহ

70. Sathi is known to me .

  • ক. সাথী আমার চেনা
  • খ. সাথী আমার আত্মীয়
  • গ. সাথী আমার পরিচিত
  • ঘ. সাথীকে আমি চিনি

71. Time and tide wait for none .

  • ক. সময় ও জল কার‌ও জন্য থেমে থাকে না ।
  • খ. সময় ও জল অপেক্ষা করে না কখনও ।
  • গ. সময় ও জলস্রোত কার‌ও জন্য অপেক্ষা করে না ।
  • ঘ. সময় ও স্রোত কখনও অপেক্ষা করে থাকে না ।

72. Don't cry down your enemy .

  • ক. শত্রুকে খাটো করে দেখো না ।
  • খ. শত্রু থেকে দূরে থেকো ।
  • গ. শত্রুকে ছোট ভাবতে নেই ।
  • ঘ. শত্রুকে আপন ভেবো না ।

73. Certainly , I shall stand by you .(Complex)

  • ক. I shall stand by you and it is certain .
  • খ. It is certain that I shall stand by you .
  • গ. It is certainly that I shall stand by you .
  • ঘ. There is no doubt that I shall stand by you .

74. I had a nice dream last night .(Interrogative)

  • ক. Didn't I had a nice dream last night ?
  • খ. Did not I have a nice dream last night ?
  • গ. Had not I have a nice dream ?
  • ঘ. Had I have a nice dream last night ?

75. Although he is poor , he is honest . (Simple)

  • ক. Despite his poor , he is honest .
  • খ. Despite his honesty , he is poor .
  • গ. Despite his poverty , he is honest .
  • ঘ. In spite of having poor , he is honest .


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics