৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়
76. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?
- ক. জন হাওয়ার্ড
- খ. কেভিন বার্ড
- গ. ম্যালকম টার্নবুল
- ঘ. কেভিন হ্যারিসন
77. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
- ক. ১০ টি
- খ. ১২ টি
- গ. ০৯ টি
- ঘ. ১১ টি
78. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
- ক. হামিদুর রহমান
- খ. মৃনাল হক
- গ. সৈয়দ মাইনুল হোসেন
- ঘ. শামীম সিকদার
79. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?
- ক. ড. নিলীমা ইব্রাহীম
- খ. ড. সুফিয়া কামাল
- গ. ড. শায়লা সুলতানা
- ঘ. ড. তাহমিনা খানম
81. বাংলাদেশের 'কৃষি দিবস' ____
- ক. পহেলা কার্তিক
- খ. পহেলা অগ্রহায়ণ
- গ. পহেলা পৌষ
- ঘ. পহেলা আষাঢ়
82. UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- ক. লন্ডনে
- খ. জেনেভায়
- গ. নিউইয়র্কে
- ঘ. প্যারিসে
84. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?
- ক. রুয়ান্ডা
- খ. ইরিত্রিয়া
- গ. সিয়েরা লিওন
- ঘ. লাইবেরিয়া
86. ২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?
- ক. ৯ - ১০ - ১০
- খ. ৮ - ১০ - ১০
- গ. ৭ - ১০ - ১০
- ঘ. ৬ - ১০ - ১০
87. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
- ক. ১৬১০ সালে
- খ. ১৫১০ সালে
- গ. ১৭১০ সালে
- ঘ. ১৮১০ সালে
88. OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
- ক. বাংলাদেশ
- খ. তুরস্ক
- গ. মালয়েশিয়া
- ঘ. সৌদি আরব
89. ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- ক. জাকার্তায়
- খ. ম্যানিলায়
- গ. ইন্দোনেশিয়ায়
- ঘ. শ্রীলঙ্কায়
96. একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত ?
- ক. 6 সেমি
- খ. 8 সেমি
- গ. 10 সেমি
- ঘ. 13সেমি
97. একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত ?
- ক. 64 ঘন সেমি
- খ. 126 ঘন সেমি
- গ. 216 ঘন সেমি
- ঘ. 316 ঘন সেমি
98. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত ?
- ক. 96 মিটার
- খ. 112 মিটার
- গ. 15 মিটার
- ঘ. 20 মিটার
99. কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত ?
- ক. sin90 ডিগ্রী
- খ. cos90 ডিগ্রী
- গ. sec0 ডিগ্রী
- ঘ. cosec0 ডিগ্রী
100. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ?
- ক. 3, 5, 8
- খ. 3, 4, 5
- গ. 3, 5, 6
- ঘ. 3, 6, 9