প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ খুলনা বিভাগ
2. কাপড়ে কালি পড়লে দাগ সহজে উঠে-
- ক. সঙ্গে সঙ্গে দুধ দিয়ে ভিজিয়ে পরে ধুলে
- খ. সঙ্গে সঙ্গে সাবান দিয়ে কেচে ফেললে
- গ. সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে
- ঘ. সঙ্গে সঙ্গে সিরকা দিয়ে ভিজিয়ে ফেললে
- ক. অ্যাসকরবিক এসিড
- খ. সাইট্রিক এসিড
- গ. ফলিক এসিড
- ঘ. রিবোফ্লোবিন
6. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-
- ক. চীনের প্রাচীরের কাছে
- খ. দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া প্রদেশে
- গ. ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে
- ঘ. ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
7. মুহম্মদ বিন বখতিয়ার খলজী কোন শতাব্দীতে বাংলাদেশ আসেন?
- ক. ত্রয়োদশ
- খ. দশম
- গ. একাদশ
- ঘ. দ্বাদশ
8. হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয়?
- ক. দার্শনিকদের অধ্যাপনার জন্য
- খ. ন্যায়শাস্ত্রের গবেষণার জন্য
- গ. সাহিত্য অধ্যয়নের জন্য
- ঘ. শিক্ষকদের প্রশিক্ষণের জন্য
- ক. Silence is capital
- খ. Silence is value
- গ. Silence is golden
- ঘ. Silence is meritorious
10. The synonym of 'antagonist' is-
- ক. Quarrelsome
- খ. Opponent
- গ. Hyperactive
- ঘ. Belligerent
11. I have lost the watch, it will ... be found. Fill in the blank.
- ক. ever
- খ. never
- গ. any day
- ঘ. always
13. Which of the following words can be both masculine and feminine?
- ক. Gander
- খ. Spinster
- গ. Spouse
- ঘ. Actor
14. কোন সম্পত্তির অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির অংশের মূল্যের ৪ গুণ কত ?
- ক. ৪,০০০
- খ. ১৬,০০০
- গ. ৩২,০০০
- ঘ. ৬৪,০০০
16. Would you mind ... the window?
- ক. to open
- খ. to have opened
- গ. opening
- ঘ. to be opened
- ক. quietly
- খ. fragrantly
- গ. suddenly
- ঘ. horribly
19. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
- ক. নবাব সিরাজউদ্দৌলা
- খ. শায়েস্তা খান
- গ. ঈশা খান
- ঘ. সুবেদার ইসলাম
20. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
- ক. রাঙ্গামাটি
- খ. গাজীপুর
- গ. সিলেট
- ঘ. নারায়ণগঞ্জ
21. ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায়?
- ক. ঘোড়াশাল
- খ. আশুগঞ্জ
- গ. চট্টগ্রাম
- ঘ. কুষ্টিয়া
22. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
- ক. র্যাডক্লিফ লাইন
- খ. ম্যাকমোহন লাইন
- গ. ডুরান্ড লাইন
- ঘ. ম্যানারহেইম লাইন
23. কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে?
- ক. আবার তোরা মানুষ হ
- খ. মানুষ মরণশীল
- গ. সে বই পড়ে
- ঘ. কুষ্টিয়া বড় শহর
24. কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
- ক. সাহিত্য চর্চা
- খ. শ্বাশত বঙ্গ
- গ. কালের যাত্রার ধ্বনি
- ঘ. সংস্কৃতি-কথা
25. ‘দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দ্বি + লোক
- খ. দুঃ + লোক
- গ. দিব্ + লোক
- ঘ. দ্বিঃ + লোক