প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

52. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?

  • ক. বেহুস
  • খ. মুখে ভাত
  • গ. খেচর
  • ঘ. গায়ে হলুদ

53. নিচের কোনটি নিত্য সমাস?

  • ক. পঞ্চনদ
  • খ. বেয়াদব
  • গ. দেশান্তর
  • ঘ. ভালমন্দ

54. 'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----

  • ক. মন + তাপ
  • খ. মনস + তাপ
  • গ. মনঃ + তাপ
  • ঘ. মনো + তাপ

55. 'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ----

  • ক. উৎ + লাস
  • খ. ঊৎ + লাস
  • গ. উল + লাস
  • ঘ. ঊল + লাস

56. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?

  • ক. মমতাজ উদ্দিন আহমদ
  • খ. মামুনুর রশীদ
  • গ. ইব্রাহীম খলিল
  • ঘ. ওবায়েদ উল হক

57. 'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. আকবর হোসেন
  • খ. অন্নদাশঙ্কর রায়
  • গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

58. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. মানুষের মানচিত্র
  • খ. নির্বাসিত নায়ক
  • গ. নারিন্দা লেন
  • ঘ. সাতনরী হার

59. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?

  • ক. সেলিম আল দীন
  • খ. আবদুল্লাহ আল মামুন
  • গ. জিয়া হায়দার
  • ঘ. আলাউদ্দীন আল আজাদ

60. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. সীতারাম
  • গ. চঞ্চলা
  • ঘ. কুহেলিকা

61. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. আলাওল
  • গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  • ঘ. মীর মোহাম্মদ শফী

66. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----

  • ক. পরস্পর সমান
  • খ. পরস্পর সমান্তরাল
  • গ. পরস্পরের উপর লম্ব
  • ঘ. পরস্পর একটি বিন্দুতে ছেদ করে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics