প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৫ জেলা
51. কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
- ক. সমদ্বিখণ্ডক
- খ. অভিভুজ
- গ. লম্ব
- ঘ. মধ্যমা
52. যদি x+2y=4 এবং xy=2 হয়, তবে x= কত?
- ক. ২
- খ. ০
- গ. ১২
- ঘ. ১
53. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
- ক. ১৮০ মিটার
- খ. ২০০ মিটার
- গ. ২২০ মিটার
- ঘ. ১৬০ মিটার
- ক. ০.২৫
- খ. কোনোটিই নয়
- গ. ০.১
- ঘ. ০.০১
55. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
- ক. ৫১২.৫০
- খ. ৫১৭.৫০
- গ. ৫১৫.৫০
- ঘ. ৫১০.০০
57. ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
- ক. ২০ টাকা
- খ. ১৫ টাকা
- গ. ১০ টাকা
- ঘ. ৩০ টাকা
58. a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c কত?
- ক. 4 : 7 : 5
- খ. 4 : 7 : 6
- গ. 20 : 35 : 42
- ঘ. 20 : 44 : 35
59. ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
- ক. ১/৪ অংশ
- খ. ৩/৪ অংশ
- গ. ১/৩ অংশ
- ঘ. ২/৩ অংশ
60. ১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে নম্বর শ্রেণিটি নিচের কোনটি হবে?
- ক. ৮১-৯০
- খ. ৮০-৯০
- গ. ৮৯-৯৯
- ঘ. ৮০-৯১
61. নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো -
- ক. পারমাণবিক জ্বালানি
- খ. পীট কয়লা
- গ. ফুয়েল সেল
- ঘ. সূর্য
62. "He was taken to task"-এর বাংলা হলো-
- ক. সে কাজ নিয়েছিল
- খ. তাকে তিরস্কার করা হয়েছিল
- গ. তাকে কাজ দেয়া হয়েছিল
- ঘ. তাকে কাজের জন্য বলা হয়েছিল
63. কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
- ক. ক্ষুধা + আর্ত
- খ. ক্ষুৎ + ঋর্ত
- গ. ক্ষুধ +আর্ত
- ঘ. ক্ষুধা + ঋত
64. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম--
- ক. সংগ্রাম
- খ. অসমাপ্ত আত্মজীবনী
- গ. বাংলাদেশ ও আমি
- ঘ. আমার জীবনী
- ক. স্বায়ত্তশাসন
- খ. শ্রদ্ধাঞ্জলি
- গ. অভ্যন্তরীণ
- ঘ. মুহর্মুহূ
67. ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
- ক. রশীদ করিম
- খ. শওকত ওসমান
- গ. জহির রায়হান
- ঘ. শহীদুল্লা কায়সার
69. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. অপাদানে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. করণে ১মা
70. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. জাহান্নাম হইতে বিদায়
- খ. জননী
- গ. কর্ণফুলী
- ঘ. সূর্য দীঘল বাড়ি
- ক. আভাস
- খ. অজানা
- গ. গরমিল
- ঘ. বেমালুম
73. শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
- ক. লাহোর
- খ. দিল্লী
- গ. আগ্রা
- ঘ. ইয়াংগুন
74. ”নির্মল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. অনির্মল
- খ. পঙ্কিল
- গ. অপরিস্কার
- ঘ. নোংরা