প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০ জেলা
1. 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ?
- ক. অতিশয় অভদ্র
- খ. অপদার্থ
- গ. পার্থক্য
- ঘ. অভদ্র
2. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?
- ক. সেমিকোলন
- খ. দাঁড়ি
- গ. কমা
- ঘ. কোনোটিই নয়
6. সংশয় এর বিপরীত শব্দ কোনটি ?
- ক. প্রত্যয়
- খ. দ্বিধা
- গ. ভয়
- ঘ. বিস্ময়
7. 'দিবারাত্রির কাব্য' কার লেখা ?
- ক. মানিক বন্দোপাধ্যায়
- খ. বন্দে আলী মিয়া
- গ. গোলাম মোস্তফা
- ঘ. সুফিয়া কামাল
8. সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ?
- ক. সংক্ষেপণ
- খ. প্রাঞ্জলতা
- গ. সরলতা
- ঘ. অলঙ্কার
9. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ?
- ক. হুমায়ুন আহমেদ
- খ. সেলিনা হোসেন
- গ. হুমায়ুন আজাদ
- ঘ. সেয়দ শামসুল হক
10. 'হাড় হাভাতে' - বাগধারাটির অর্থ কোনটি ?
- ক. হতভাগ্য
- খ. ক্ষুধার্ত
- গ. রোগা
- ঘ. দরিদ্র
11. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে ?
- ক. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- খ. দি ইউনিভাসির্টি প্রেস লি।
- গ. বাংলা একাডেমি
- ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
12. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ?
- ক. কামারপুর
- খ. গোপালপুর
- গ. দরিরামপুর
- ঘ. জগদীশপুর
13. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব -
- ক. বীর উত্তম
- খ. বীর প্রতীক
- গ. বীরশ্রেষ্ঠ
- ঘ. বীর বিক্রম
14. উত্তরা গনভবন কোন জেলায় অবস্থিত ?
- ক. নাটোর
- খ. বগুড়া
- গ. রংপুর
- ঘ. রাজশাহী
15. ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি ?
- ক. পক প্রণালি
- খ. জিব্রাল্টার প্রণালি
- গ. মালাক্কা প্রণালি
- ঘ. হরমুজ প্রণালি
16. 'কুসুম্বা মসজিদ'টি কোথায় অবস্থিত ?
- ক. কুমিল্লা
- খ. নওগাঁ
- গ. নাটোর
- ঘ. ঢাকা
17. নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় ?
- ক. নাইজেরিয়া
- খ. তিউনিসিয়া
- গ. আলজেরিয়া
- ঘ. আলবেনিয়া
18. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ?
- ক. ইউনেস্কো
- খ. ডব্লিউএইচও
- গ. ইউএনডিপি
- ঘ. ইউনিসেফ
- ক. লুসাই পাহাড়
- খ. হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
- গ. তিব্বতের মানস সরোবর
- ঘ. সিকিমের পার্বত্য অঞ্চল
- ক. গুহার ভিতর বা মাটিতে সুয়ে
- খ. খোলা মাঠে দিড়িয়ে
- গ. উঁচু দেয়ালের কাছে
- ঘ. উঁচু গাছের নিচে
21. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-ওর বর্গ হবে ?
- ক. ৩৬
- খ. ৯
- গ. ১৬
- ঘ. ২৫
- ক. ৬৫.৫
- খ. ৬২.৫
- গ. ৫৫.৫
- ঘ. ৬০.৫
23. x+y=12 এবং x-y=8 হলে,xy এর মান কত ?
- ক. 40
- খ. 60
- গ. 80
- ঘ. 20
24. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১,৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না ?
- ক. ২৩০
- খ. ২৬০
- গ. ২১০
- ঘ. ২২০
25. ৭৫০০ টাকা ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে -
- ক. ২৬০০
- খ. ৩০০০
- গ. ২০০০
- ঘ. ২৫০০