প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৫ জেলা
26. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সংবিধানের অঙ্গিকার ব্যক্ত আছে?
- ক. ১৫
- খ. ১৬
- গ. ১৭
- ঘ. ১৪
27. ঔতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো?
- ক. ৩১ পৌষ
- খ. ২৯ মাঘ
- গ. ৯ মাঘ
- ঘ. ৮ ফাল্গুন
29. স্বাধীনতা যুদ্ধ কালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত?
- ক. ২৬ মার্চ
- খ. ১৭ এপ্রিল
- গ. ১৬ ডিসেম্বর
- ঘ. ২৫ মার্চ
30. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -
- ক. উথান্ট
- খ. কফি আনান
- গ. কুর্টওয়ার্ল্ড হেইম
- ঘ. দ্যাগ হ্যামারশোল্ড
31. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ' অসমাপ্ত আত্মজীবনী ' প্রকাশিত হয় কোন সনে?
- ক. ২০১১
- খ. ২০১২
- গ. ২০১৩
- ঘ. ২০১৫
32. ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -
- ক. শের শাহ
- খ. মুহাম্মদ বিন তুঘলক
- গ. ইলতুতমিশ
- ঘ. লর্ড কর্নওয়ালিস
33. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
- ক. জয়নুল আবেদীন
- খ. হাসেম খান
- গ. রফিকুন্নবী
- ঘ. কামরুল হাসান
34. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
- ক. ভুটান
- খ. শ্রীলঙ্কা
- গ. মালদ্বীপ
- ঘ. নেপাল
35. " সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" - উক্তিটি কার?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. চন্ডীদাস
36. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
- ক. বীর উত্তম
- খ. বীর প্রতীক
- গ. বীর বিক্রম
- ঘ. বীরশ্রেষ্ঠ
37. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -
- ক. স্টেথোস্কোপ
- খ. কার্ডিওগ্রাফ
- গ. ইকোকার্ডিওগ্রাফ
- ঘ. স্ফিগমোম্যানোমিটার
38. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
- ক. অ্যাসকরবিক এসিড
- খ. সাইট্রিক এসিড
- গ. ফরমিক এসিড
- ঘ. নাইট্রিক এসিড
39. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস?
- ক. নাইট্রোজেন
- খ. অক্সিজেন
- গ. CO2
- ঘ. হাইড্রোজেন
40. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে -
- ক. সফটওয়্যার
- খ. RAM
- গ. ROM
- ঘ. হার্ডওয়্যার
43. ৭ এর গুনিতকের সেট কোন ধরনের সেট ?
- ক. সসীম
- খ. ফাঁকা
- গ. সার্বিক
- ঘ. অসীম
44. শতকরা বার্ষিক কত হার সুদে কেনো মূলধন ২৫ বছরে সুদে - মূলে ৪ গুন হবে?
- ক. ১৫%
- খ. ১৬%
- গ. ৮%
- ঘ. ১২%
46. একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে -
- ক. চাপ
- খ. জ্যা
- গ. ব্যাস
- ঘ. ব্যাসার্ধ
- ক. ১৩ সে.
- খ. ১৪ সে.
- গ. ১১ সে.
- ঘ. ১২ সে.
48. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ৬৪ বর্গমিটার
- খ. ৩২ বর্গমিটার
- গ. ১৬ বর্গমিটার
- ঘ. কোনটিই নয়