DPE উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক নিয়োগ

1. দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ক. দ্বীপ + অনট
  • খ. দ্বীপ + আয়ন
  • গ. দ্বীপ + অয়ন
  • ঘ. দ্বিপ+ অনট

2. কোনটি বাংলা উপসর্গ?

  • ক. অপি
  • খ. প্রতি
  • গ. আইজ
  • ঘ. গেলাস

4. যিনি স্মৃতি শাস্ত্র জানেন - এক কথায় কি বলে ?

  • ক. স্মার্ত
  • খ. স্নায়ুক
  • গ. নির্ভয়
  • ঘ. শাস্ত্রজ্ঞ

5. কুশীলব কোন সমাসের উদাহারণ?

  • ক. কর্মধারয়
  • খ. দ্বিগু
  • গ. দ্বন্দ্বব
  • ঘ. বহুব্রীহি

6. সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • ক. রাক্ষস
  • খ. ক্ষুধার্ত
  • গ. আগুন
  • ঘ. মাংসাশী

7. অহ্ন শব্দের বিপরীত শব্দ -

  • ক. অপর
  • খ. রাত্রি
  • গ. সূর্য
  • ঘ. গতি

8. নিচের কোন বাক্যটি সঠিক?

  • ক. আমার কথাই প্রমাণীত হলো
  • খ. আমার কথাই প্রমাণিত হলো
  • গ. আমার কথাই প্রমাণ হলো
  • ঘ. আমার কথাই প্রমান হলো

9. যা কষ্টে নিবারন করা যায় - বাক্য সংকোচন করুন

  • ক. দুণির্বান
  • খ. অনির্বাণ
  • গ. অনিবার্য
  • ঘ. কোনটিই নয়

10. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উন্মীলণ
  • খ. উন্মীলন
  • গ. উন্মিলন
  • ঘ. উন্মিলণ

11. হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মাহবুব আলম
  • খ. সমর সেন
  • গ. ফখরুল আহমদ
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

12. ব্যাঘাত এর বিশেষণ -

  • ক. ব্যাহত
  • খ. বিধেয়
  • গ. প্রতিঘাত
  • ঘ. বিঘ্ন

13. খেচর কোন সমাস -

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

16. প্রবাসী বাংলাদেশ সরকারের সদরদপ্তর কোথায় ছিলো?

  • ক. মেহেরপুর বৈদ্যনাথ তলায়
  • খ. নয়াদিল্লিতে
  • গ. ৮ নং থিয়েটার রোড কলকাতায়
  • ঘ. আগরতলায়

17. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক?

  • ক. আলাউদ্দিন খিলজি
  • খ. গিয়াসউদ্দিন তুঘলক
  • গ. মুহাম্মদ বিন তুঘলক
  • ঘ. কুতুবউদ্দিন আইবেক

18. বিশ্বের সর্ববৃহৎ হ্রদ কোনটি?

  • ক. কাম্পিয়ান সাগর
  • খ. কৃষ্ণসাগর
  • গ. লেক সুপিরিয়র
  • ঘ. মিচিগান হিউরন

21. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?

  • ক. চট্টগ্রামে
  • খ. পাকশিতে
  • গ. সৈয়দপুরে
  • ঘ. আখাউড়ায়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics