১৪তম বিসিএস প্রিলি
51. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী?
- ক. আখের ছোবড়া
- খ. বাঁশ
- গ. জারুল গাছ
- ঘ. নলখাগড়া
52. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. কামরুল হাসান
- খ. জয়নুল আবেদিন
- গ. হাশেম খান
- ঘ. হামিদুর রহমান
53. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
- ক. ২৬ মার্চ, ১৯৭১
- খ. ১০ এপ্রিল, ১৯৭১
- গ. ৬ সেপ্টেম্বর, ১৯৭১
- ঘ. ১০ নভেম্বর, ১৯৭১
54. বাংলাদেশের সংবিধান সর্বপ্রখস কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
- ক. ১২ অক্টোবর, ১৯৭২
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- গ. ২৬ মার্চ, ১৯৭৩
- ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
55. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জম্ম দিয়েছিল?
- ক. এক রাজনৈতিক মতবাদের
- খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
- গ. এক নতুন জাতীয় চেতনার
- ঘ. এক নতুন সমাজব্যবস্থার
56. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
- ক. টিএসপি
- খ. ইউরিয়া
- গ. পটাশ
- ঘ. এমোনিয়া সালফেট
58. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
- ক. নারায়ণগঞ্জ
- খ. কক্সবাজার
- গ. চট্রগ্রাম
- ঘ. খুলনা
59. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
- ক. মহানন্দা
- খ. ভৈরব
- গ. কুমার
- ঘ. বড়াল
60. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
- ক. বাংলা ১০৭৬ সনে
- খ. বাংলা ১১৭৬ সনে
- গ. বাংলা ১৩৭৬ সনে
- ঘ. বাংলা ১৮৭৬ সনে
61. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- ক. সিপাহি
- খ. ল্যান্স নায়েক
- গ. হাবিলদার
- ঘ. ক্যাপ্টেন
62. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
- ক. পদ্মা
- খ. বঙ্গোপসাগর
- গ. ব্রহ্মপুত্র
- ঘ. মেঘনা
63. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
- ক. পঞ্চগড়
- খ. ঠাকুরগাঁও
- গ. দিনাজপুর
- ঘ. লালমনিরহাট
64. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষণা?
- ক. তিতুমীর
- খ. ফকির মজনু শাহ
- গ. দুদু মিয়া
- ঘ. হাজী শরীয়তুল্লাহ
65. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. নীলফামারী
- গ. পঞ্চগড়
- ঘ. লালমনিরহাট
66. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. বলেশ্বর
- খ. হাড়িয়াভাঙা
- গ. রূপসা
- ঘ. ভৈরব
67. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক. হামিদুর রহমান
- খ. তানভির কবির
- গ. মাইনুল হোসেন
- ঘ. মাযহারুল ইসলাম
68. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. ময়নামতি
- গ. রাজশাহী
- ঘ. সোনারগাঁ
69. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
- ক. লাওস
- খ. ভিয়েতনাম
- গ. মঙ্গোলিয়া
- ঘ. গণচীন
70. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
- ক. অস্ট্রেলিয়া
- খ. কানাডা
- গ. সাইপ্রাস
- ঘ. মরিশাস
71. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
- ক. ইয়েন
- খ. পেসো
- গ. ইউয়ান
- ঘ. উয়ন
72. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্বঘাতী মহিলার নাম কী?
- ক. নলিনী
- খ. নাথু
- গ. থাসু
- ঘ. আনু
73. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কী?
- ক. জাপানকে সাহায্য করা
- খ. ভিয়েতনামকে দমন করা
- গ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
- ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
74. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
- ক. UNMOG
- খ. UNGOMAP
- গ. UNFICP
- ঘ. UNIIMOG
- ক. স্পেন
- খ. বেলজিয়াম
- গ. নাইজেরিয়া
- ঘ. মঙ্গোলিয়া