১৩তম বিসিএস প্রিলি
51. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৫৩ সালে
- গ. ১৯৫৪ সালে
- ঘ. ১৯৫৫ সালে
52. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
- ক. আবদুল লতিফ
- খ. আবদুল আহাদ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. মাহমুদুন্নবী
53. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
- ক. সাত
- খ. আট
- গ. ছয়
- ঘ. পাঁচ
54. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- ক. সিপাহি
- খ. ল্যান্স নায়েক
- গ. লেফটেন্যান্ট
- ঘ. ক্যাপ্টেন
55. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- ক. ১৪ই ডিসেম্বর
- খ. ১২ই ডিসেম্বর
- গ. ১৩ই ডিসেম্বর
- ঘ. ১৫ই ডিসেম্বর
56. ব্রহ্মপ্রত্র নদ হিমালয়ের কোন শৃ্ঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
- ক. বরাইল
- খ. কৈলাশ
- গ. কাঞ্চনজঙ্ঘা
- ঘ. কোনটি নয়
57. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
- ক. ১৬ই ফেব্রুয়ারি
- খ. ২৭শে ফেব্রুয়ারি
- গ. ২রা মার্চ
- ঘ. ৪ঠা মার্চ
58. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
- ক. লুসাই
- খ. গারো
- গ. কিওক্রাডং
- ঘ. জয়ন্তিয়া
59. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
- ক. শীতলক্ষ্যা
- খ. বুড়িগঙ্গা
- গ. মেঘনা
- ঘ. তুরাগ
60. বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
- ক. প্রায় ৪৭৯৭
- খ. প্রায় ৪৫৭২
- গ. প্রায় ৯৭৯১
- ঘ. প্রায় ৮২১২
- ক. রাজশাহী জেলায়
- খ. রাজশাহী ও নওগাঁ জেলায়
- গ. পাবনা ও নাটোর জেলায়
- ঘ. নাটোর ও নওগাঁ জেলায়
62. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত>
- ক. ২৪.৭ কিলোমিটার
- খ. ২১.০ কিলোমিটার
- গ. ১৯.৩ কিলোমিটার
- ঘ. ১৬.৫ কিলোমিটার
63. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. নীলফামারী
- গ. ঠাকুরগাঁ
- ঘ. লালমনিরহাট
64. ১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (living cost) সবচেয়ে বেশি -
- ক. টোকিওতে
- খ. নিউইয়র্ক
- গ. তেহরানে
- ঘ. আবিতজানে
65. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে সর্ববৃহৎ বিক্রেতা -
- ক. আইবিএম
- খ. জেনারেল
- গ. রয়াল ডাচ/শেল
- ঘ. ইক্সন
66. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
- ক. ইউরোপে
- খ. উত্তর আমেরিকায়
- গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
- ঘ. মধ্য এশিয়ায়
67. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
- ক. ভারতে
- খ. পাকিস্তানে
- গ. শ্রীলঙ্কায়
- ঘ. বাংলাদেশে
68. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
- ক. ফিলিপাইন
- খ. জাপান
- গ. চীন
- ঘ. ভারত
69. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
- ক. চীন
- খ. যুক্তরাষ্ট্র
- গ. পাকিস্তান
- ঘ. থাইল্যান্ড
- ক. জুন ১৯৮৯- তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেটি
- খ. জেলখানার কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
- গ. পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
- ঘ. আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি
- ক. প্রায় ৭৫ শতাংশ
- খ. প্রায় ৮০ শতাংশ
- গ. প্রায় ৮৫ শতাংশ
- ঘ. প্রায় ৯০ শতাংশ
- ক. এনডিওএল
- খ. এলএনডি
- গ. এনএলডি
- ঘ. বিএসপিপি
74. ‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. টোকিও
- খ. প্যারিস
- গ. নিউইয়র্ক
- ঘ. ভিয়েনা
75. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?
- ক. ২ অক্টোবর (সকালে)
- খ. ২ অক্টোবর (মাঝ রাতে)
- গ. ১ অক্টোবর (দুপুরে)
- ঘ. ৩ অক্টোবর (মাঝ রাতে)