১৩তম বিসিএস প্রিলি
1. ‘বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
- ক. গবেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- খ. মধুসূদন ও কুমুুদিনী
- গ. গোবিন্দলাল ও রোহিণী
- ঘ. সুরেশ ও অচলা
2. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম শতবার্ষিকী পালিত হয়?
- ক. ১৯৫১ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৭১ সালে
- ঘ. ১৯৮১ সালে
3. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
- ক. জিঞ্জীরা- কাজী নজরুল ইসলাম
- খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
- গ. দিলরুবা- আবদুল কাদির
- ঘ. নূরনামা- আবদুল হাকিম
- ক. সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী
- খ. মোজাম্মেল হক
- গ. এয়াকুব আলী চৌধুরী
- ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি
5. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
- ক. ধূসর পাণ্ডুলিপি
- খ. নাম রেখেছি কোমল গান্ধার
- গ. একক সন্ধ্যায় বসন্ত
- ঘ. অন্ধকারে একা
- ক. শর্মিষ্ঠা
- খ. রাজসিংহ
- গ. পলাশীর যুদ্ধ
- ঘ. রক্তাক্ত প্রান্তর
7. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
- ক. মহাকাব্যে
- খ. নাটকে
- গ. পত্রকাব্যে
- ঘ. সনেটে
8. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
- ক. মীর মশাররফ হোসেন
- খ. মুন্সি রেয়াজদ্দীন আহমদ
- গ. মোজাম্মেল হক
- ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
9. ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-
- ক. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
- খ. জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
- গ. চাষী-জীবনের করুণ চিত্র
- ঘ. চরবাসীদের দুঃখী জীবন
10. ‘গোঁফ-খেজুরে’ -এই বাগধারাটির অর্থ কী?
- ক. আরামপ্রিয়
- খ. উদাসীন
- গ. নিতান্ত অলস
- ঘ. পরমুখাপেক্ষী
12. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
- ক. ধন অপেক্ষা মান বড়
- খ. তোমাকে দিয়ে কিছু হবে না
- গ. ঢং ঢং ঘণ্টা বাজে
- ঘ. লেখাপড়া করো, নতুবা ফেল করবে
13. ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কী হবে?
- ক. অপূর্ব
- খ. অদৃষ্টপূর্ব
- গ. অভূতপূর্ব
- ঘ. ভূতপূর্ব
14. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?
- ক. ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
- খ. অরুণের মত রাঙ্গা - অরুণরাঙা
- গ. হাসিমাখা মুখ - হাসিমুখ
- ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
15. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
- ক. হাতি/হাতী
- খ. নারি/নারী
- গ. জাতি/জাতী
- ঘ. দাদি/দদী
16. Select the answer of the word 'stagflation'
- ক. Controlled prices
- খ. Economic slow down
- গ. A disintegrating government
- ঘ. Cultural dullness
17. What is the meaning of the word 'scuttle'?
- ক. to tease
- খ. abandon
- গ. pile up
- ঘ. gossip
18. What is the meaning of the word 'stanch'?
- ক. to reinforce
- খ. be weak
- গ. smooth out
- ঘ. put an end to
19. What is the meaning of the word 'belated'?
- ক. compaining
- খ. off hand
- গ. weak
- ঘ. tardy
20. What is the meaning of the word 'sequences'?
- ক. fo follow
- খ. round up
- গ. withdraw
- ঘ. question closely
21. What is the meaning of the word 'euphemism'?
- ক. vague idea
- খ. inoffensive expression
- গ. verbal play
- ঘ. wise saying
- ক. a poem by Wordsworth
- খ. a short story by Somerst Maugham
- গ. a novel by D.H. Lawrence
- ঘ. a verse by Coleridge
23. 'Tom Jones' by Henry Fielding was first published in -
- ক. the 1st half of 19th century
- খ. the 2nd half of 18th century
- গ. the 1st half of 18th century
- ঘ. the 2nd half of 19th century
24. The literary work 'Kubla Khan' is -
- ক. a history by Vincent Smith
- খ. a verse by Coleridge
- গ. a drama by Oscar Wilde
- ঘ. a short story by Somerset Maugham
- ক. Ireland
- খ. England
- গ. Wales
- ঘ. USA