51. ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৫ সংখ্যাটি কতবার আসে?
বিস্তারিত
52. ২, ৩, ৪ এবং ৬ দ্বারা বিভাজ্য কিন্তু ৫ দ্বারা বিভাজ্য নয় কোনটি?
53. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে যাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
54. ৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?
55. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
56. পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?
57. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
58. যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে তবে একই কাজ ১ জন পুরুষ, ১ জন মহিলা এবং ১ জন বালক কত দিনে করতে পারবে?
59. a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
60. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
61. OPEC এর সদর দফতর কোথায় অবস্থিত?
62. 'নর্ড স্ট্রিম-২' পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত?
63. বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
64. 'মোসাদ' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
65. ২৫তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
66. ‘আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
67. কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি ‘লাঙল’ পত্রিকায় প্রকাশিত হয়?
68. 'সব কটা জানালা খুলে দাও না' গানটির রচয়িতা কে?
69. ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
70. ‘শিখণ্ডী' শব্দের অর্থ কী?
71. নিচের কোনটি ‘পর্বত' শব্দের সমার্থক শব্দ নয়?
72. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
73. নিচের কোন বানানটি শুদ্ধ?
74. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে ‘টাপুর টুপুর' কি অব্যয়?
75. ‘হে সিন্ধু! বন্ধু মোর- মজিনু তব রূপে।' এটি কোন ধরনের বাক্য?
You must log in to post an answer.