১২তম বিসিএস প্রিলি

1. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই”- চরণটি কার রচনা?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. মধুসূদন দত্ত
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

2. ‘মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা-

  • ক. রামনিধি গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অতুলপ্রসাদ সেন
  • ঘ. সত্যেন্দ্রনাত সেন

3. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ -

  • ক. মহাকাব্য
  • খ. পত্রকাব্য
  • গ. গীতিকাব্য
  • ঘ. আখ্যানকাব্য

4. বাংলা সাহিত্যের প্রাচীনততম মুসলমান কবি-

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. সাবিরিদ খান
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. মুহাম্মদ কবীর

5. ‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. চোখের বালি
  • গ. গৃহদাহ
  • ঘ. পথের পাঁচালী

6. বটতলার পুথিঁ বলতে কী বুঝায়?

  • ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  • খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
  • গ. দোভাষী ভাষায় রচিত পুথিঁ সাহিত্য
  • ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

7. রূপসী কাংলার কবি-

  • ক. জসীমউদদীন
  • খ. জীবনান্দন দাশ
  • গ. কালিদাস রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

8. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

  • ক. ইউসুফ জুলেখা
  • খ. রসুল বিজয়
  • গ. নূরনামা
  • ঘ. শবে মেরাজ

9. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

  • ক. রাম বসু ও ভোলা ময়রা
  • খ. এন্টনি ফিরিঙ্গ এবং রামপ্রসাদ রায়
  • গ. সাবিরিদ খান এবং দশরথী রায়
  • ঘ. আলাওল এবং ভারতচন্দ্র

10. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

  • ক. নাটক
  • খ. ছোটগল্প
  • গ. প্রবন্ধ
  • ঘ. গীতিকবিতা

11. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

  • ক. ভাষাতত্ত্ববিদ
  • খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • গ. ইসলাম প্রচারক
  • ঘ. সমাজসংস্কারক

13. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

  • ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
  • খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
  • গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
  • ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

17. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-

  • ক. অউক্ত
  • খ. অব্যক্ত
  • গ. অনুক্ত
  • ঘ. অভিব্যক্ত

18. বাংলা ভাষা এ শব্দ দুট গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

  • ক. চাকু, চাকর
  • খ. খদ্দর, হরতাল
  • গ. চা, চিনি
  • ঘ. রিক্সা, রেস্তোরাঁ

19. What is the verb of the word 'Shortly'?

  • ক. Short
  • খ. Shorter
  • গ. Shorten
  • ঘ. Shortness

20. Chose the correct sentence.

  • ক. Let him and you be withnesses
  • খ. Let you and him be withnesses
  • গ. Let you and he withnesses
  • ঘ. Let you and he be withnesses

21. Choose the correct sentence.

  • ক. The matter was informed to the police
  • খ. The matter has been informed to the police
  • গ. The police was informed of the matter
  • ঘ. The police were informed of the matter

22. Who, What, Which are -

  • ক. Demonstrative pronoun
  • খ. Relative pronoun
  • গ. Reflexive pronoun
  • ঘ. Indefinite pronoun

23. Choose the correct one -

  • ক. Mispell
  • খ. Misspell
  • গ. Mispel
  • ঘ. Misspel

25. Fill in the blank 'Give my - to him'.

  • ক. Warm compliment
  • খ. compliments
  • গ. Best compliment
  • ঘ. Heartiest compliments


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics