বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিডওয়াইফ

76. Which one is correct spelling?

  • ক. Seudonim
  • খ. Pseudonym
  • গ. Seudonym
  • ঘ. Pseudonim

77. নবজাতক শিশু মৃত্যুর কারণ কী?

  • ক. ARI
  • খ. Hypothermia
  • গ. অতিরিক্ত রক্তক্ষরণ
  • ঘ. Anaemia

78. "গ্রিনপিস" কী?

  • ক. পরিবেশ আন্দোলন গ্রুপ
  • খ. বন রক্ষাকারী শ্লোগান
  • গ. পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
  • ঘ. সবুজ বিপ্লব

79. মানুষের শরীরে কতজোড়া ক্রোমোজোম আছে

  • ক. ৬ জোড়া
  • খ. ২৩ জোড়া
  • গ. 33 জোড়া
  • ঘ. ৪৬ জোড়া

80. I would rather starve _____ beg.

  • ক. to
  • খ. AND
  • গ. than
  • ঘ. None

81. আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কোনটি?

  • ক. ২৮ মে
  • খ. ১৭ এপ্রিল
  • গ. ৩০ জুন
  • ঘ. ২১ ফেব্রুয়ারি

82. নিচের কোন drug টি Neonatal Convulsion এ ব্যবহার করা হয় না?

  • ক. Dizepam Rectally
  • খ. Inj. Pethedine
  • গ. Phenobariton
  • ঘ. সবগুলি

83. গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয়?

  • ক. ক্রিমির ওষুধ
  • খ. বমির ওষুধ
  • গ. প্যারাসিটামল
  • ঘ. ফলিক এসিড

84. IUCD কাদের দেওয়া হয়?

  • ক. যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত
  • খ. যাদের জরায়ুতে Infection আছে
  • গ. যাদের কোন সন্তান নাই
  • ঘ. যাদের ক্যান্সার আছে

85. EOC এর উদ্দেশ্য কী?

  • ক. মাতৃ মৃত্যুর হার কমানো
  • খ. শিশু মৃত্যুর হার কমানো
  • গ. পরিবার পরিকল্পনা গ্রহণ
  • ঘ. শিশু অসুস্থতার হার কমানো

86. প্রসবকালীন জটিলতা কোনটি?

  • ক. মাথা ব্যথা
  • খ. Hand Prolapse
  • গ. বমি বমি ভাব
  • ঘ. তলপেট ব্যথা

87. সুষম খাদ্যের উপাদান কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ৬টি
  • ঘ. ৮টি

88. 'নীলিমা' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

  • ক. নীল+ইমা
  • খ. নীল+ঈমা
  • গ. নীল+ঈমন
  • ঘ. নীল+ইমন

90. The correct spelling is-

  • ক. playwrite
  • খ. Playwright
  • গ. playrite
  • ঘ. playright

93. Common Bacterial Disease কোনটি?

  • ক. Dysentery
  • খ. Influenza
  • গ. Dengue
  • ঘ. Malaria

94. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?

  • ক. মাসা আমিনি
  • খ. ইয়োন ফসে
  • গ. নার্গিস মোহাম্মদী
  • ঘ. শিরিন এবাদি

95. 'তুমি এতক্ষণ কী কী করেছ? এ বাক্যে 'কী' কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. সর্বনাম
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

96. "আওয়াজ" কোন ভাষার শব্দ থেকে আগত?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. তুর্কি
  • ঘ. আরবি-ফারসির মিশ্রণ

97. অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. 7 প্রকার

98. Post Mature Pregnancy কখন হয়?

  • ক. > 36 wks
  • খ. > 40 wks
  • গ. > 42 wks
  • ঘ. 43 wks

99. বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল?

  • ক. ২রা মার্চ ১৯৭১
  • খ. ৭ই মার্চ ১৯৭১
  • গ. ২৬শে মার্চ ১৯৭১
  • ঘ. ১৭ই এপ্রিল ১৯৭১

100. ভাঙ্গাহাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়?

  • ক. রঞ্জন রশ্মি
  • খ. আলফা রশ্মি
  • গ. বিটা রশ্মি
  • ঘ. গামা রশ্মি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics