পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ অফিস সহায়ক

1. কোন দেশের লিখিত সংবিধান নেই?

  • ক. যুক্তরাষ্ট
  • খ. কানাডা
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. ইতালি

2. পৃথিবীর কোন দেশে নদী নেই?

  • ক. আফগানিস্থান
  • খ. জার্মানি
  • গ. ইরান
  • ঘ. সৌদি আরব

3. পদ্মা সেতুর প্রস্থ কত?

  • ক. ১৮.০০ মিটার
  • খ. ১৮.১০ মিটার
  • গ. ১৮.২০ মিটার
  • ঘ. ২০.০০ মিটার

4. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. বন্দী শিবির থেকে
  • গ. নিষিদ্ধ লোবান
  • ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম

5. "সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই" কে বলেছেন?

  • ক. চন্ডীদাস
  • খ. বিবেকানন্দ
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. জ্ঞানদাস

6. গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি?

  • ক. ব্যারোমিটার
  • খ. ম্যানোমিটার
  • গ. ন্যানোমিটার
  • ঘ. এর কোনটিই নয়

7. লেবুতে কোন ভিটামিন বেশি?

  • ক. ভিটামিন ডি
  • খ. ভিটামিন সি
  • গ. ভিটামিন ই
  • ঘ. ভিটামিন এ

8. মনিটরের কাজ কি?

  • ক. গাণিতিক সমাধান করা
  • খ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
  • গ. লেখা ও ছবি দেখানো
  • ঘ. এদের কোনটিই নয়

9. নিচের কোন বানানটি শুদ্ধ

  • ক. মনীষী
  • খ. মনিষি
  • গ. মনীষি
  • ঘ. মনিষী

10. 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

  • ক. আশার কথা
  • খ. সৌভাগ্যের বিষয়
  • গ. মজা পাওয়া
  • ঘ. আনন্দের বিষয়

11. 'শিষ্টাচার'- এর সমার্থক কোনটি?

  • ক. নিষ্ঠা
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. একতা

12. 'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?

  • ক. সুধাংশু
  • খ. শশাংক
  • গ. বিধু
  • ঘ. আদিত্য

13. 'অবরোধবাসিনী' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • ঘ. দীনবন্ধু মিত্র

14. যা পূর্বে শোনা যায়নি

  • ক. অশ্রুতি
  • খ. অশ্রুত
  • গ. অশ্রুতিপূর্ব
  • ঘ. অশ্রুতপূর্ব

16. X=37 হলে 8X3+72X2+216X+216 এর মান কত?

  • ক. ৫০০০০০
  • খ. 512000
  • গ. 450000
  • ঘ. .

17. সমাধান কর: 4x+1=32

  • ক. 3/2
  • খ. 2/3
  • গ. 1/2
  • ঘ. 2/1

23. What is the time ____ your watch.

  • ক. at
  • খ. by
  • গ. in
  • ঘ. with

24. He takes ____ his old mother

  • ক. after
  • খ. on
  • গ. of
  • ঘ. with

25. বিষয়টি বিবেচনাধীন।

  • ক. The matter is in consideration
  • খ. The matter is on consideration
  • গ. The matter is under consideration
  • ঘ. The matter is at consideration


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics