১০তম বিসিএস প্রিলি

26. Who is the author of 'A Farewell to Arms'?

  • ক. H.G. Wells`
  • খ. George Orwell
  • গ. Thomas Hardy
  • ঘ. Ernest Hemingway

27. Who is the author of 'Animal Farm'?

  • ক. Thomas More
  • খ. George Orwell
  • গ. Boris Pasternak
  • ঘ. Charles Dicken

28. Who is the author of 'India Wins Freedom'?

  • ক. Mahatma Gandhi
  • খ. J.L. Nehru
  • গ. Abul Kamal Azad
  • ঘ. Moulana Akram Khan

29. What kind of Noun is 'Cattle'?

  • ক. Proper
  • খ. Common
  • গ. Collective
  • ঘ. Material

30. What kind of Noun is 'Girl'?

  • ক. Proper
  • খ. Common
  • গ. Collective
  • ঘ. Material

31. What is the meaning of 'white elephant'?

  • ক. An elephant of white colour
  • খ. A very costly or troublesome possession
  • গ. A black marketer
  • ঘ. A hoarder

32. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো -

  • ক. পারমাণবিক জ্বালানি
  • খ. পিট কয়লা
  • গ. ফুয়েল সেল
  • ঘ. সূর্য

33. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় । কারন -

  • ক. রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
  • খ. বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
  • গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

34. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

  • ক. পেট্রোল
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. বায়োগ্যাস

36. সাধারণ ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে -

  • ক. তামার দণ্ড ও দস্তার পাত
  • খ. তামার পাত ও দস্তার পাত
  • গ. কার্বন দণ্ড ও দস্তার কৌটা
  • ঘ. তামার দণ্ড ও দস্তার কৌটা

37. মাছ অক্সিজেন নেয় -

  • ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
  • খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
  • গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে
  • ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

38. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -

  • ক. এতে বিদ্যুতের অপচয় কম হয়
  • খ. পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
  • গ. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
  • ঘ. প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

40. আমাদের দোহকোষ রক্ত হতে গ্রহণ করে -

  • ক. অক্সিজেন ও গ্লুজোজ
  • খ. অক্সিজেন ও রক্তের আমিষ
  • গ. ইউরিয়া ও গ্লুকোজ
  • ঘ. এমাইনো এসিড ও CO 2

41. সংকর ধাতু পিতলের উপাদান -

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও দস্তা
  • গ. তামা ও নিকেল
  • ঘ. তামা ও সীসা

42. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?

  • ক. মহাকর্ষ বলের জন্য
  • খ. মাধ্যাকর্ষণ বলের জন্য
  • গ. আমরা স্থির থাকার জন্য
  • ঘ. পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

44. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা -

  • ক. তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
  • খ. তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
  • গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে‘
  • ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে

46. জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে । কারণ -

  • ক. এরা অনেক ছোট হয়
  • খ. কাণ্ডে বায়ুকাঠুরী থাকে
  • গ. এরা পানিতে জম্মে
  • ঘ. পাতা অনেক কম থাকে

47. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -

  • ক. ১৭ই এপ্রিল ১৯৭১
  • খ. ২৬শে মার্চ ১৯৭১
  • গ. ১১ এপ্রিল ১৯৭১
  • ঘ. ১০ই জানুয়ারি ১৯৭১

49. পাখি ছাড়া ‘বলাকা’ ও দোয়েল’ নামে পরিচিত হচ্ছে -

  • ক. দুইটি উন্নত জাতের গমশস্য
  • খ. দুইটি উন্নত জাতের ধানশস্য
  • গ. দুইটি উন্নত জাতের ভুট্টাশস্য
  • ঘ. দুইটি উন্নত জাতের ইক্ষু


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics