বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম মেসেঞ্জার
51. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. তাজউদ্দিন আহমদ
- গ. শেখ মুজিবুর রহমান
- ঘ. আহসান হাবীব
52. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
- ক. চরম পাঠ
- খ. চরমপত্র
- গ. সংবাদ
- ঘ. বজ্রকণ্ঠ
54. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
- ক. ১৪ দিন
- খ. ২৮ দিন
- গ. ২০ দিন
- ঘ. ৩২ দিন
55. a + b = 7 এবং a2 + b2 = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
- ক. 12
- খ. ১০
- গ. 6
- ঘ. কোনটিই নয়
57. একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
- ক. ১৫০ টাকা
- খ. ১২৫ টাকা
- গ. ১৬০ টাকা
- ঘ. কোনটিই নয়
- ক. ৬৪ : ১৬
- খ. ৬০ : ২০
- গ. ৫৬ : ২৪
- ঘ. ৬৮ : ১২
- ক. ৭০
- খ. 80
- গ. ৯০
- ঘ. ৯৮
61. যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে
- ক. সামন্তরিক
- খ. বর্গক্ষেত্র
- গ. আয়তক্ষেত্র
- ঘ. রম্বস
63. কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত?
- ক. 208
- খ. 350
- গ. 250
- ঘ. ১৫০
64. একটি সমকোণী ত্রিভুজের ২টি কোণের সমষ্টি ১৭০° হলে অপর কোণটির মান কত?
- ক. 30°
- খ. 20°
- গ. ১০°
- ঘ. 40°
65. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
- ক. একটি
- খ. দুইটি
- গ. তিনটি
- ঘ. অসংখ্য
66. এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
- ক. ৮%
- খ. 8.25%
- গ. 8.75%
- ঘ. ৮.৫০%
68. ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
- ক. ৮৮৮ টাকা
- খ. ৫৫৫ টাকা
- গ. ৭৭৭ টাকা
- ঘ. কোনটিই সঠিক নয়
70. Sadid has been working . . . . .
- ক. from morning
- খ. since morning
- গ. by morning
- ঘ. None
72. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কী ছিল?
- ক. ক্যাপ্টেন
- খ. লেফটেন্যান্ট
- গ. সিপাহী
- ঘ. ল্যান্সনায়েক
73. একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২২০ মিটার প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
- ক. ১৮০ মিটার
- খ. ১০০ মিটার
- গ. ২০০ মিটার
- ঘ. কোনটিই নয়