বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম মেসেঞ্জার

1. 'কাচের তৈরি বাড়ি'- কে এক কথায় কী বলে?

  • ক. প্রাসাদ
  • খ. অট্টালিকা
  • গ. শিশমহল
  • ঘ. কাচারি

2. 'দাদাভাই' কার ছদ্মনাম?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. হরিনাথ মজুমদার
  • গ. সোমেন চন্দ
  • ঘ. রোকনুজ্জামান খান

3. 'ইতি' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. যবনিকা
  • খ. সমাপ্তি
  • গ. সাঙ্গ
  • ঘ. সবগুলো সঠিক

4. 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. আসক্ত
  • খ. অনুরাগ
  • গ. বিরক্ত
  • ঘ. সবগুলোই

5. 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে।' বাক্যে 'কপোল' কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে সপ্তমী
  • খ. কর্তায় শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. অপাদানে সপ্তমী

6. 'ঘোড়ার কামড়' বাগধারাটির অর্থ কোনটি?

  • ক. ভীষণ ব্যাথা
  • খ. অসম্ভব
  • গ. দৃঢ়পণ
  • ঘ. কোনটিই নয়

7. 'রক্তোষ্ঠ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রক্ত+উষ্ঠ
  • খ. রক্ত+ওষ্ঠ
  • গ. র+ওষ্ঠ
  • ঘ. কোনটিই নয়

8. 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের লেখক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. আহসান হাবীব
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

9. 'রূপসী বাংলা' কার লেখা কাব্যগ্রন্থ?

  • ক. জসীমউদ্দীন
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. শওকত ওসমান

10. চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?

  • ক. রাঙ্গামাটি
  • খ. বান্দরবান
  • গ. খাগড়াছড়ি
  • ঘ. সিলেট

11. বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?

  • ক. আটর্নি জেনারেল
  • খ. স্পীকার
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. প্রধানমন্ত্রী

12. বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত?

  • ক. ভারত
  • খ. মিয়ানমার
  • গ. নেপাল
  • ঘ. ভারত ও মিয়ানমার

15. বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?

  • ক. ৩ মাস
  • খ. ৪ মাস
  • গ. ৫ মাস
  • ঘ. ৬ মাস

16. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন?

  • ক. পল্টন ময়দান
  • খ. মানিকমিয়া এভিনিউ
  • গ. সোহরাওয়ার্দী উদ্যান
  • ঘ. কোনটিই সঠিক নয়

17. পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজী কত সালে?

  • ক. ১৯৪৩ সালে
  • খ. ১৮৫০ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৯৫৭ সালে

18. "বাওয়ালি' কারা?

  • ক. বাউল সম্প্রদায়
  • খ. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
  • গ. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
  • ঘ. চট্টগ্রামের বলী খেলোয়ার

20. এক কোটিতে কত মিলিয়ন হয়?

  • ক. ২০ মিলিয়ন
  • খ. ১০০ মিলিয়ন
  • গ. ১০০০ মিলিয়ন
  • ঘ. ১০ মিলিয়ন

23. ০.২ × ০.০২ × ০.০০২ = কত?

  • ক. ০.০০০০০৮
  • খ. ০.০০০০৮
  • গ. ০.০০০০০০৮
  • ঘ. কোনটিই সঠিক নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics