ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস সহায়ক

1. সন্ধি বিচ্ছেদ করুন: পরিচ্ছদ

  • ক. পরি+ছেদ
  • খ. পরি+চদ
  • গ. পর+হদ
  • ঘ. পরি+হুদ

2. সন্ধি বিচ্ছেদ করুন: নিরাময়

  • ক. নিঃ+আময়
  • খ. নিরা+ময়
  • গ. নিরা: + আময়
  • ঘ. Option 4

3. বাহাদুর কোন দেশি শব্দ?

  • ক. ফরাসি
  • খ. হিন্দি
  • গ. তুর্কী
  • ঘ. গুজরাটি

4. শুদ্ধ শব্দ কোনটি ?

  • ক. ধুলিসাৎ
  • খ. ধূলিসাৎ
  • গ. খুলীয়াত
  • ঘ. ধূলিয়াৎ

5. পূর্বাহ্ন কি সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. স্বপ্ন

6. সমীরণ এর প্রতিশব্দ কোনটি?

  • ক. মেঘ
  • খ. পবন
  • গ. ঢেউ
  • ঘ. পৃথিবী

7. চিনির পুতুল বাগধারার অর্থ কি?

  • ক. শ্রম কাতুরে
  • খ. আদরের বন্ধু
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. ঘুম কাতুরে

8. প্রমাণ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. প্রামান্য
  • খ. প্রমাণিক
  • গ. প্রামাণ্য
  • ঘ. প্রমানা

9. এক কথায় প্রকাশ করুন- যা আঘাত পায়নি?

  • ক. অনাহূত
  • খ. আহত
  • গ. অনাঘাত
  • ঘ. অনাহত

10. এক কথায় প্রকাশ করুন: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি?

  • ক. ঐতিহাসিক
  • খ. ইতিহাসবেতা
  • গ. ইতিহাসবিদ
  • ঘ. ইতিহাসজ্ঞ

11. সাম্যবাদী কাব্য গ্রন্থের লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শামসুর রহমান
  • ঘ. নির্মলেন্দু গুণ

12. সনেট কবিতার প্রবর্তক কে?

  • ক. রজনীকান্ত সেন
  • খ. সুকুমার দত্ত
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. সুকুমার রায়

13. নিরক্ষর শব্দের বিপরীত শব্দ?

  • ক. সাক্ষর
  • খ. স্বাক্ষর
  • গ. অথার
  • ঘ. Option 4

14. অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা কি বুঝায়?

  • ক. অযাত্রা
  • খ. কুযাত্রা
  • গ. মারা যাওয়া
  • ঘ. শেষ বিদায়

15. Auction শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

  • ক. মূল্য ছাড়
  • খ. নিলাম
  • গ. দরপত্র
  • ঘ. ক্রয়

16. Administrator শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

  • ক. প্রশাসক
  • খ. প্রশাসন
  • গ. ব্যবস্থাপক
  • ঘ. পরিচালক

17. সাধুভাষায় কোন শব্দের প্রধান্য বেশি:

  • ক. দেশি
  • খ. তত্ত্বব
  • গ. তৎসম
  • ঘ. বিদেশি

19. মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?

  • ক. দুভাগ্য
  • খ. তামার বিষ
  • গ. অসহায়
  • ঘ. ইন্টুর কপালে

20. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে করা হয়?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • গ. ০৭ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৫ মার্চ, ১৯৭১

23. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১১ সালে
  • গ. ১৯৩৫ সালে
  • ঘ. ১৯২১ সালে

24. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন কে?

  • ক. জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানি
  • খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
  • গ. ফ্লাইট লেফট্যান্যন্ট মতিউর রহমান
  • ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

25. জাতি সংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪১ সালে
  • খ. ১৯৪৫ সালে
  • গ. ১৯৪৮ সালে
  • ঘ. Option 4


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics