পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী
1. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য-
- ক. ২ মিটার
- খ. ২২ মিটার
- গ. মিটার
- ঘ. ৫২ মিটার
2. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
- ক. 60
- খ. 50
- গ. ৬২
- ঘ. 64
- ক. ৭ ঘণ্টা
- খ. ৮ ঘণ্টা
- গ. ১২০ ঘণ্টা
- ঘ. ৭০ ঘণ্টা
6. দু'টি সংখ্যার গ.সা.গু ১৫। একটি সংখ্যা ১০৫। সংখ্যা দু'টির ল.সা.গু ৪২০। অপর সংখ্যাটি কত?
- ক. 55
- খ. 60
- গ. ৬২
- ঘ. 65
11. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট নয়?
- ক. সাধু ভাষা প্রাচীন
- খ. এটি পরিবর্তনশীল
- গ. গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী
- ঘ. এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি
12. I opened the door as soon as I ... the bell.
- ক. have heard
- খ. was hearing
- গ. am heard
- ঘ. heard
14. 'With flying colours' means-
- ক. Very successfully
- খ. With pomp and ceremony.
- গ. With too much pride.
- ঘ. Very enthusiastically.
15. কোনটি বাংলাদেশের সাংবিধানিক পদ নয়?
- ক. প্রধান নির্বাচন কমিশনার
- খ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
- গ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- ঘ. কম্প্রোটার ও অডিটর জেনারেল
18. Use of correct article: I saw _____ one eyed man when I was walking.
- ক. an
- খ. a
- গ. the
- ঘ. of
19. Correct passive form of... 'Open the Window.' is-
- ক. Let open the window.
- খ. The window should be opened.
- গ. The window must be opened.
- ঘ. Let the window be opened.
22. Only... people are .... after death.
- ক. vicious, condemned
- খ. visible, forgsillian
- গ. virtuous, remembered
- ঘ. virulent, gratified
25. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
- ক. তিনি ছেলেকে পড়াচ্ছেন।
- খ. তোমাকে অনেকবার বলেছি।
- গ. একি কথা শুনি!
- ঘ. তুমি কোন কাননের ফুল?
There are no comments yet.