বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Home Economist নিপোর্ট

2. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

  • ক. ax2+bx+c=0
  • খ. y2=a(x-2)
  • গ. x2+(y-2)2=7
  • ঘ. y2 = 2x +7

3. বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কী বলা হয়?

  • ক. বিটিসিএল
  • খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট
  • গ. এ্যাটোমিক এনার্জি কমিশন
  • ঘ. স্পারসো

4. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বৃদ্ধি পেয়েছে-

  • ক. ০.৫° সেলসিয়াস
  • খ. ০.৬° সেলসিয়াস
  • গ. ০.৭° সেলসিয়াস
  • ঘ. ০.৮° সেলসিয়াস

5. রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কে?

  • ক. জর্জ ওয়াশিংটন
  • খ. হিটলার
  • গ. উড্রো উইলসন
  • ঘ. উইনস্টন চার্চিল

6. কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়?

  • ক. অছি পরিষদ
  • খ. সাধারণ পরিষদ
  • গ. নিরাপত্তা পরিষদ
  • ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

7. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

  • ক. শূন্য মাধ্যম
  • খ. কঠিন মাধ্যম
  • গ. বায়বীয় মাধ্যম
  • ঘ. তরল মাধ্যম

8. পৃথিবীর তলে কোনো বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন হবে-

  • ক. ৯৮ নিউটন
  • খ. ৯.৮ নিউটন
  • গ. ০.৯৮ নিউটন
  • ঘ. ৯৮০ নিউটন

10. The plural form of 'criterion' is-

  • ক. Criteria
  • খ. Criterions
  • গ. Criteriones
  • ঘ. Criterias

11. 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক-

  • ক. মালাধর বসু
  • খ. রাম রাম বসু
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. বেগম রোকেয়া

12. 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

13. 'অহরহ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অহ+রহ
  • খ. অহ+অহ
  • গ. অহঃ + অহ
  • ঘ. Option 4

14. 'রক্ত' শব্দের সঠিক প্রত্যয় কোনটি?-

  • ক. রনজ+ত
  • খ. রক্+ত
  • গ. রন্‌জ্‌+ত
  • ঘ. রক্+ক্ত

16. কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস?

  • ক. তেল
  • খ. সমুদ্রের ঢেউ
  • গ. গ্যাস
  • ঘ. কয়লা

17. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

  • ক. গলন
  • খ. বাষ্পীভবন
  • গ. সালোকসংশ্লেষণ
  • ঘ. প্রস্বেদন

22. যদি log10x =-4 হয়, তবে এর মান হবে -

  • ক. 0.1
  • খ. 0.01
  • গ. ০.০০১
  • ঘ. ০.০০০১


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics