বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি সাব স্টেশন অ্যাটেনডেন্ট
2. ইলেকট্রিক্যাল বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়?
- ক. আয়রন
- খ. কার্বন
- গ. টাংস্টেন
- ঘ. লেড
4. ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
- ক. ট্রপোমন্ডল
- খ. স্ট্রাটোমন্ডল
- গ. মেসোমন্ডল
- ঘ. তাপমন্ডল
6. বাসাবাড়িতে কোন লেভেলের ভোল্টেজ ব্যবহৃত হয়?
- ক. ২২০ ভোল্ট
- খ. ১১০০০ ভোল্ট
- গ. ৩৬০০০ ভোল্ট
- ঘ. ১১০ ভোল্ট
8. কেপলারের তৃতীয় সূত্রের নাম কোনটি?
- ক. কক্ষপথের সূত্র
- খ. ক্ষেত্রফলের সূত্র
- গ. পর্যায়কালের সূত্র
- ঘ. হারমোনির সূত্র
9. কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়?
- ক. তরল
- খ. প্লাজমা
- গ. বায়বীয়
- ঘ. কঠিন
11. কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?
- ক. অভ্রধারক
- খ. সিরামিক ধারক
- গ. পরিবর্তনশীল ধারক
- ঘ. ইলেকট্রো নাইট্রিক ধারক
- ক. ডাই ইলেক্ট্রিক
- খ. সেমি কন্ডাক্টর
- গ. পরিবাহী
- ঘ. অপরিবাহী
14. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
- ক. উপাদান
- খ. দৈর্ঘ্য
- গ. তড়িৎ প্রবাহ
- ঘ. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
16. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
- ক. নাইট্রোজেন গ্যাস
- খ. হাইড্রোজেন গ্যাস
- গ. মিথেন গ্যাস
- ঘ. কার্বন মনোক্সাইড
17. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
- ক. নিউট্রন ও প্রোটন
- খ. ইলেকট্রন ও প্রোটন
- গ. নিউট্রন ও পজিট্রন
- ঘ. ইলেকট্রন ও পজিট্রন
20. দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত ১:২, যদি একটির আপেক্ষিক রোধ ১ ওহম মিটার হয় তবে অন্যটির কত?
- ক. ০.৫ ওহম মিটার
- খ. ১ ওহম মিটার
- গ. ২ ওহম মিটার
- ঘ. ৪ ওহম মিটার
21. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
- ক. স্ট্রাটোস্কিয়ার
- খ. আয়নোস্ফিয়ার
- গ. ওজনস্তর
- ঘ. ট্রপোস্ফিয়ার
23. How many rotations will the hour hand of a clock complete in 72 hours
- ক. 6
- খ. 3
- গ. ৯
- ঘ. 12
24. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী?
- ক. ২৭০ ডিগ্রি
- খ. ৩৬০ ডিগ্রি
- গ. ১২০ ডিগ্রি
- ঘ. ১৮০ ডিগ্রি