প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 ২য় ধাপ
2. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ক. 42
- খ. ১৪১
- গ. 87
- ঘ. ১০৪
5. "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
- ক. দায়িত্ববোধ
- খ. রাজা হওয়ার ইচ্ছা
- গ. স্বৈরতন্ত্র
- ঘ. রসবোধ
6. "বন্ধন" শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি?
- ক. ব+ন+ধ+ন
- খ. বন্+ধন্
- গ. ব+ন্ধ+ন
- ঘ. বান+ধন
7. বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
- ক. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
- খ. পরিকল্পনা বিভাগ
- গ. অর্থ বিভাগ
- ঘ. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
8. Pen through the line এর সঠিক অনুবাদ-
- ক. লাইনটি কেটে দাও
- খ. লাইনটি মুছে দাও
- গ. লাইনের উপর কলম ছোড়া
- ঘ. লাইন বরাবর কলম চালানো
10. Worse' শব্দটি Adjective এর কোন degree?
- ক. Positive
- খ. comparative
- গ. superlative
- ঘ. Assertive
11. Adjacent to- phrase এর অর্থ-
- ক. বিরক্ত হওয়া
- খ. আশির্বাদ করা
- গ. নিকটবর্তী
- ঘ. বিপরীত দিক
12. He would _________arrested if he had tried unfairmeans এখানে শূন্যস্থানে কি বসবে?
- ক. be surely
- খ. have been
- গ. be Police
- ঘ. has been
14. নিচের কোন গ্রন্থটির রচয়িতা H. G. Wells?
- ক. The Invisible Man
- খ. The Time Machine
- গ. The First Man on the Moon
- ঘ. all of the above
16. একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
- ক. ত্রি-মাত্রিক
- খ. কোনটিই নয়
- গ. এক মাত্রিক
- ঘ. দ্বি-মাত্রিক
17. কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
- ক. ২০০ টাকা
- খ. ১৬০ টাকা
- গ. ১৪০ ঢাকা
- ঘ. ১০০ টাকা
18. বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
- ক. ১১১৯%
- খ. ১২%
- গ. ১০%
- ঘ. ১৮১৩%
20. যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
- ক. সামন্তরিক
- খ. চতুর্ভূজ
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. রম্বস
22. বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?
- ক. ময়মনসিংহ
- খ. বরিশাল
- গ. ঢাকা
- ঘ. সিলেট
23. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
- খ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
- গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
- ঘ. ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
24. কোনটি সঠিক?
- ক. মহাশ্মশান (নাটক)
- খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
- গ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
- ঘ. বহিপীর (নাটক)
25. কোন গ্রন্থটি William Blake এর লেখা?
- ক. All of the answers
- খ. The Traveller
- গ. The School Boy
- ঘ. The Daffodils