১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২

1. ‘ঠাকুর’ শব্দের লিঙ্গান্তর কোনটি?

  • ক. ঠাকুরাইন
  • খ. ঠাকুরানী
  • গ. ঠাকুরণী
  • ঘ. ঠাকুরণি

3. যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. মৃতবৎসা
  • খ. কৃতদার
  • গ. অনুজা
  • ঘ. অনূঢ়া

4. ’খাতক’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রসারণ
  • খ. চেতন
  • গ. মহাজন
  • ঘ. উত্তমর্ণ

6. কোনটি চাঁদের সমার্থক শব্দ?

  • ক. হিমাংশু
  • খ. সবিতা
  • গ. চিকুর
  • ঘ. শৈল

7. কোন প্রাদি সমাসের উদাহরণ ?

  • ক. গৃহস্থ
  • খ. ছা- পোষা
  • গ. শতাব্দী
  • ঘ. প্রগতি

8. কানে কানে যে কথা = কানাকানি - এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস?

  • ক. সমানাধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যাধিকরণ বহুব্রীহি
  • ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

9. বিভক্তি যুক্ত শব্দকে কী বলে?

  • ক. পদ
  • খ. প্রাতিপদিক
  • গ. অক্ষর
  • ঘ. বাক্য

10. হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. লিপ্সা
  • খ. জিঘাংসা
  • গ. কৃতঘ্ন
  • ঘ. জিতেন্দ্রিয়

12. খিলিপান ( এর ভিতরে ) দিয়ে ওষুধ খাবে - কোন কারক?

  • ক. কারক কারক
  • খ. অপাদান কারক
  • গ. অধিকরণ কারক
  • ঘ. কর্ম কারক

13. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবর
  • গ. অপিনিহিত
  • ঘ. অসমীকরণ

14. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

15. In the good book___ অর্থ কী?

  • ক. সুন্দর দেখতে
  • খ. সুনজরে
  • গ. শুভ কামনা
  • ঘ. ভালো চাই

16. Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. মানুষ তার নিজ জীবনের স্থপতি
  • খ. মানুষ জীবনের স্থপতি
  • গ. মানুষ জীভনের নির্মাতা
  • ঘ. Option 4

17. নিচের কোন বাক্যটি সঠিক?

  • ক. খানা দুই কম্বল চেয়েছিলাম
  • খ. দেশ গোটা ছারখার হয়ে গেছে
  • গ. গোটা সাতেক আম এনো
  • ঘ. কমলালেবু গোটা দুই আছে

18. নিচের কোন বানানটি সঠিক?

  • ক. ভাগিরথি
  • খ. ভাগিরথী
  • গ. ভাগীরথি
  • ঘ. ভাগীরথী

19. ‘হাড়-হাভাতে’ - বাগধারাটির অর্থ কী?

  • ক. হতভাগ্য
  • খ. নিরেট মূর্খ
  • গ. চক্ষুশূল
  • ঘ. নিতান্ত অলস

20. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

  • ক. বাক্য সংকোচনের জন্য
  • খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
  • গ. বাক্যের সৌন্দর্যের জন্য
  • ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য

22. কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?

  • ক. সহজবোধ্য
  • খ. নাট্য সংলাপে ব্যবহার
  • গ. তদ্ভব শব্দবহুল
  • ঘ. তৎসম শব্দবহুল

23. ভাষার মূল উপাদান কোনটি?

  • ক. ধ্বনি
  • খ. শব্দ
  • গ. বাক্য
  • ঘ. অর্থ

24. আমি তাকে উপহাস করিনি

  • ক. I did not laugh at him
  • খ. I did not laugh with him
  • গ. I did not laugh in him
  • ঘ. I did not laugh upon him

25. The girls water the plants. Here 'water' is __

  • ক. noun
  • খ. verb
  • গ. adjective
  • ঘ. adverb


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics