৩য় বিজেএস সহকারী জজ
78. বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?
- ক. ৫০০ টাকা
- খ. ৪৫০ টাকা
- গ. ৬০০ টাকা
- ঘ. ৬৫০ টাকা
81. একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
- ক. 48
- খ. 24
- গ. ৩৬
- ঘ. ৯৬
82. একটি দ্রব্য ৯২ টাকায় বিক্রি করায় বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ক. ৭০ টাকা
- খ. ৮৫ টাকা
- গ. ৯০ টাকা
- ঘ. ৮০ টাকা
- ক. নিউটন
- খ. গ্যালিলিও
- গ. আইনস্টাইন
- ঘ. পিথাগোরাস
86. দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
- ক. হত্যা
- খ. ডাকাতি
- গ. অবৈধ অস্ত্র দখলে রাখা
- ঘ. রাষ্ট্রদ্রোহিতা
87. Which sentence is correct ?
- ক. He is as good as mine
- খ. He is as good as me
- গ. He is as good as myself
- ঘ. He is as good as I
88. Penal Code অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া যায় না?
- ক. ৩০২
- খ. 303
- গ. 304
- ঘ. 396
90. পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?
- ক. ১০০ ডিগ্রি ফারেনহাইট
- খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
- গ. ১২০ ডিগ্রি ফারেনহাইট
- ঘ. ১২০ ডিগ্রি সেলসিয়াস
91. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস--
- ক. ব্যাথার দান
- খ. বাঁধনহারা
- গ. লালসালু
- ঘ. কোনোটিই নয়
93. টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?
- ক. রফিকুন্ননী
- খ. হাসেম খান
- গ. তানভির কবির
- ঘ. মুস্তফা মনোয়ার
95. In which of following sentences ' with' has been correctly used?
- ক. I am cross with you
- খ. He was trembling with anxiety
- গ. He was angry with me
- ঘ. He was affectionate with me
97. সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?
- ক. আলতাফ মাহমুদ
- খ. আবু হেনা মোস্তফা কামাল
- গ. মনিরুজ্জামান
- ঘ. নজরুল ইসলাম বাবু
98. ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রী?
- ক. ৬০ ডিগ্রী
- খ. ১২০ ডিগ্রী
- গ. ৯০ ডিগ্রী
- ঘ. কোনোটিই নয়