প্রশ্ন ব্যাংক
1. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী?
- ক. malware
- খ. firmware
- গ. virus
- ঘ. lip - lop
2. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। - কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক
- খ. মিশ্র
- গ. সরল
- ঘ. জটিল
3. ‘উচাটন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. ঊধ্বটান
- খ. প্রশান্ত
- গ. উঁচুনিচু
- ঘ. উত্তাল
4. ‘সুধারাম’ কোর জেলার পূর্বনাম?
- ক. যশোর
- খ. নোয়াখালী
- গ. বরিশাল
- ঘ. দিনাজপুর
6. ভুট্টা উৎপাদন ও রপ্তানীতে বিশ্বে কোন দেশ প্রথম?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. চীন
- গ. কানাডা
- ঘ. সুইডেন
8. আবহাওয়ায় ৯০% আদ্র্রতা মানে -
- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
- খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
- গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
- ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
9. বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষেত্র
- ক. জাফোর্ড পয়েন্ট
- খ. হাতিয়া প্রণালী
- গ. সাঙ্গু
- ঘ. হিরণ পয়েন্ট
10. পরিবেশ সম্পর্কিত আপিল আদালত কোথায় অবস্থিত?
- ক. খুলনা
- খ. সিলেট
- গ. ঢাকা
- ঘ. চট্রগ্রাম
11. ‘মৃত সাগর’ অবস্থিত যে দেশে -
- ক. ইরান
- খ. সিরিয়া
- গ. জর্ডান
- ঘ. ইসরায়েল
12. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
- ক. পূর্ব প্রস্তুতি
- খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
- গ. সাড়াদান
- ঘ. পুনরুদ্ধার
- ক. স্মৃতি
- খ. বুদ্ধি বিবেচনা
- গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
- ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
14. ‘অ্যাবাকাস’ কী?
- ক. এক প্রকার সুমিষ্ট ফল
- খ. ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ
- গ. এক প্রকার গণনা যন্ত্র
- ঘ. হাঁস-মুরগির ভাইরাসঘটিত একটি রোগ
- ক. level and clean disc
- খ. liquid crystalled document
- গ. liquid clustered disc
- ঘ. liquid crystal display
- ক. Analog
- খ. Digital
- গ. Pipelined
- ঘ. Parallel
17. নিচের কোনটি একটি স্পেডশীট সফটওয়্যার ?
- ক. এম এস ওয়ার্ড
- খ. এম এস পাওয়ার পয়েন্ট
- গ. এম এস এক্সেল
- ঘ. এম এস এক্সেস
18. ওয়েব পেজ ব্রাউজ করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
- ক. MS Word
- খ. Acrobat
- গ. Mozilla Firefox
- ঘ. Power point
19. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে -
- ক. পাঞ্চ কার্ড
- খ. ইন্টিগ্রেটেড সাকির্ট
- গ. বায়ুশূন্য টিউব
- ঘ. ট্রানজিস্টার
20. Which one of the following converts scanned text into editable text?
- ক. Touch screen
- খ. Image scanner
- গ. OCR
- ঘ. OMR
21. ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো -
- ক. মেগাবাইট
- খ. গিগাবাইট
- গ. কিলোবাইট
- ঘ. টেরাবাইট
22. কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
- ক. ডেসিবেল
- খ. অকট্যাল
- গ. হেক্সাডেসিমেল
- ঘ. বাইনারী
23. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
- ক. মডেম
- খ. অডিও কার্ড
- গ. সিম কার্ড
- ঘ. ভিডিও কার্ড
- ক. বায়োস
- খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
- গ. রম
- ঘ. কাপলার
25. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ কী?
- ক. দুঃখ
- খ. বিষণ্ণ
- গ. কষ্ট
- ঘ. অপ্রসন্ন