১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

77. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?

  • ক. একুশ ই বুক
  • খ. স্বাধীনতা ই বুক
  • গ. বাংলাদেশ ই বুক
  • ঘ. ডিজিটাল ই বুক

79. ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

  • ক. বাংলাদেশ-মিয়ানমার
  • খ. বাংলাদেশ-ভারত
  • গ. মিয়ানমার-চীন
  • ঘ. ভারত-মিয়ানমার

80. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. বেইজিং, চীন
  • খ. জাকার্তা, ইন্দোনেশিয়া
  • গ. নয়াদিল্লি, ভারত
  • ঘ. তেহরান, ইরান

84. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

  • ক. ইমানুয়েল ম্যাখোঁ
  • খ. আটেলা মার্কেল
  • গ. ম্যালকম
  • ঘ. জাস্টিন ট্রডো

88. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কাল :

  • ক. ১৭৭০ খ্রিস্টাব্দ
  • খ. ১৭৬০ খ্রিস্টাব্দ
  • গ. ১৭৬৫ খ্রিস্টাব্দ
  • ঘ. ১৭৫৬ খ্রিস্টাব্দ

91. সমতল জনপদ কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী অঞ্চল
  • খ. কুমিল্লা অঞ্চল
  • গ. ঢাকা অঞ্চল
  • ঘ. সিলেট অঞ্চল

95. সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

  • ক. স্পীকার
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. বিরোধী দলীয় নেত্রী

96. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?

  • ক. ভারত ও প্রশান্ত মহাসাগর
  • খ. আটলান্টিক ও ভারত মহাসাগর
  • গ. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
  • ঘ. আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics