পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী
26. করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী । রহিমের বেতন কত?
- ক. ৯০০ টাকা
- খ. ১১০০ টাকা
- গ. ১০০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
27. একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
- ক. ৪
- খ. ৫
- গ. ৮
- ঘ. ৬
- ক. Hyper test multiple language
- খ. Hiper text multiple language
- গ. Hyper text mark up language
- ঘ. Hiper text mark up language
29. ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক. পর্দা
- খ. অলংকার
- গ. পোশাক
- ঘ. ঢাকা
30. ৩০ ও ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার ব্যবধান কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৯
- ঘ. ৭
31. বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি?
- ক. ১৮তম
- খ. ১৯তম
- গ. ২০তম
- ঘ. ২১তম
33. এক কথায় প্রকাশ করুন : ‘যা দীপ্তি পাচ্ছে’।
- ক. আলোকিত
- খ. দীপ্তিমান
- গ. দীপ্যমান
- ঘ. দেদীপ্যমান
34. একটি জ্যা কয়টি চাপে বিভক্ত?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ১টি
35. পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক. ২০১৪
- খ. ২০১৬
- গ. ২০১৭
- ঘ. কোনটি নয়
36. ‘এ্যাডামস পিক’ কোথায় অবস্থিত?
- ক. মরক্কোয়
- খ. সৌদি আরব
- গ. ভারতে
- ঘ. শ্রীলংকায়
37. ‘পাপের ধন প্রায়শ্চিত্তে যায়’ - প্রবাদটির অর্থ -
- ক. যে দামে কেনা সে দামে বেচা
- খ. পাপ করলে প্রায়চিত্ত
- গ. বোঝার উপর শাকের আটি
- ঘ. বিপদ একা আসে না
38. ২, ৩, ৫, ৯, ১৭ ধারার পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ৩৩
- খ. ৩২
- গ. ৩০
- ঘ. ৪৬
39. তৎকালীন পাকিস্তানে কত সালে বাংলাভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়?
- ক. ১৯৫২
- খ. ১৯৫৪
- গ. ১৯৫৬
- ঘ. ১৯৬৬
40. সরল সুদের হার কত হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
- ক. ১২.৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ২৫%
41. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে -
- ক. একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
- খ. দুটি ত্রিভুজ আঁকা যায়
- গ. কোন ত্রিভুজ আঁকা যায় না
- ঘ. অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
42. তেনজিং ও হিলারী কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
- ক. ১৯৫৩ সালের ২৯ মে
- খ. ১৯৫৩ সালের ১৯ এপ্রিল
- গ. ১৯৫৪ সালের ২৯ ডিসেম্বর
- ঘ. ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর
43. সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৬০
- খ. ১২০
- গ. ৮৫
- ঘ. ৬৫
44. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
- ক. ৯ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭৩
- গ. ১০ জানুয়ারি ১৯৭২
- ঘ. ৮ জানুয়ারি ১৯৭২
- ক. ৮% বৃদ্ধি
- খ. ১০%বৃদ্ধি
- গ. ১০% হ্রাস
- ঘ. ৮% হ্রাস
46. বঙ্গ-ভঙ্গ রদ করা হয় কোন সালে?
- ক. ১৯০৫
- খ. ১৯১৬
- গ. ১৯০৭
- ঘ. ১৯১১
47. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০ ডিগ্রি হলে অপরটি কত ?
- ক. ৪৫ ডিগ্রি
- খ. ৫৫ ডিগ্রি
- গ. ৫০ ডিগ্রি
- ঘ. ৬০ ডিগ্রি
49. কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৪৯ সালে
- ঘ. ১৯৪৭ সালে
50. ‘সবার উপরে মানুষ সত্য, তহার উপরে নাই’ - উক্তিটি কার?
- ক. ঈশ্বরচন্দ্র
- খ. বিবেকানন্দ
- গ. রবীন্দ্রনাথ
- ঘ. চণ্ডীদাস