৩৩তম বিসিএস প্রিলি
51. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
- ক. জিপসাম
- খ. সালফার
- গ. সোডিয়াম
- ঘ. খনিজ লবণ
52. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা-
- ক. আইনস্টাইন
- খ. জি. ল্যামেটার
- গ. স্টিফেন হকিং
- ঘ. গ্যালিলিও
53. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-
- ক. হেস
- খ. আইনস্টাইন
- গ. টলেমি
- ঘ. হাবল
54. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায়-
- ক. ১৯৫৬ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৬৪ সালে
- ঘ. ১৯৬৯ সালে
55. গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
- ক. যুক্তরাজ্যে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ফ্রান্সে
- ঘ. জার্মানিতে
56. বাংলাদেশের সংবিধান এখন কতটি সংশোধনী আনা হয়েছে?
- ক. ১৭
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ১৯
57. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
- ক. নিঝুম দ্বীপ
- খ. সন্দ্বীপ
- গ. দক্ষিণ তালপট্রি
- ঘ. কুতুবদিয়া
58. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক. যশোর
- খ. কুষ্টিয়া
- গ. মেহেরপুর
- ঘ. চুয়াডাঙ্গা
59. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
- ক. ভোলা
- খ. নোয়াখালী
- গ. চট্রগাম
- ঘ. কক্সবাজার
60. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?
- ক. প্রবাসী শ্রমিক
- খ. পাট
- গ. রেডিমেট গার্মেন্টস
- ঘ. চামড়া
- ক. গাজীপুর
- খ. মধুপুর
- গ. রাজবাড়ী
- ঘ. কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
62. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. টিএসসি মোড়ে
- খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- গ. রেসকোর্স ময়দানে
- ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
63. এশিয়া কাপ ক্রিকেট , ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
- ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
- খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
- গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
- ঘ. রাজশাহী স্টেডিয়াম
64. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
- ক. ডলার
- খ. পাউন্ড
- গ. টাকা
- ঘ. রূপী
- ক. ৬
- খ. ৭
- গ. ৮
- ঘ. ৯
66. বাংলাদেশর প্রথম প্রধান সেনাপতি কে ছিলেণ?
- ক. মেঃ জেঃ জিয়াউর রহমান
- খ. মেঃ জেঃ সফিউল্লা
- গ. লেঃ জেঃ এইচ, এম এরশাদ
- ঘ. জেঃ আতাউল গনি ওসমানি
- ক. ঢাকা উত্তর
- খ. ঢাকা দক্ষিণ
- গ. ঢাকা
- ঘ. শেরে বাংলা নগর
68. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
- ক. ভাতর মহাসাগরে
- খ. আটলান্টিক মহাসাগরে
- গ. প্রশান্ত মহাসাগরে
- ঘ. উত্তর মহাসাগরে
69. পৃথিবাীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. লন্ডন
- গ. বার্লিন
- ঘ. জেদ্দা
70. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
- ক. কাসপিয়ান
- খ. বৈকাল
- গ. মানস সরোবর
- ঘ. ডেড সী
71. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. লন্ডন
- খ. বার্লিন
- গ. ব্রাজিল
- ঘ. আর্জেনটিনা
72. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?
- ক. ঢাকায়
- খ. ময়মনসিংহে
- গ. চট্রগাম
- ঘ. নড়াইলে
73. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কোলকাতা ফিলম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?
- ক. ওরা এগার জন
- খ. গেরিলা
- গ. আবার তোরা মানুষ হ
- ঘ. স্টপ জেনোসাইড
74. বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
- ক. ১১
- খ. ২১
- গ. ৯
- ঘ. ১৫
- ক. their
- খ. her
- গ. whose
- ঘ. his