১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায় ২
1. G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
- ক. কোরিয়া
- খ. জাপান
- গ. চীন
- ঘ. মালয়েশিয়া
2. ড্রোন কি?
- ক. চালকবিহীন বিমান
- খ. একটি পারমাণবিক বোমা
- গ. গেরিলা সংগঠন
- ঘ. সাবমেরিন
4. সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?
- ক. স্টিফেন হকিংস
- খ. মার্ক জুকারবার্গ
- গ. মার্টিন কুপার
- ঘ. আলেকজান্ডার
- ক. Software
- খ. Output device
- গ. Input device
- ঘ. Input output device
- ক. Video Display Unit
- খ. Video Device Unit
- গ. Visual Display Unit
- ঘ. Visual Device Unit
7. সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে -
- ক. ৯টি
- খ. ১০টি
- গ. ১১টি
- ঘ. ১২টি
8. পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়?
- ক. A ও B
- খ. B ও C
- গ. A ও C
- ঘ. B ও D
- ক. যকৃতে
- খ. বৃক্কতে
- গ. পিত্তথলিতে
- ঘ. হৃদযন্ত্রে
10. বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে -
- ক. ১৪৮টি
- খ. ১৫০টি
- গ. ১৫২টি
- ঘ. ১৫৩টি
11. বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?
- ক. ৫ই জুন
- খ. ১লা নভেম্বর
- গ. ১লা ডিসেম্বর
- ঘ. ১০ই ডিসেম্বর
12. জাপানের পার্লামেন্টের নাম কি?
- ক. ডায়েট
- খ. সিনেট
- গ. কংগ্রেস
- ঘ. নেসেট
- ক. ডলার
- খ. ক্রোনা
- গ. রুবল
- ঘ. লিরা
14. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
- ক. সিন্ধু সভ্যতা
- খ. মেসোপটেমিয়া সভ্যতা
- গ. ভারত সভ্যতা
- ঘ. মিশরীয় সভ্যতা
15. ‘মাটির ময়না’ ছবি নির্মাণ করেন কে?
- ক. অপর্ণা সেন
- খ. মৃণাল সেন
- গ. তারেক মাসুদ
- ঘ. মুস্তফা মনোয়ার
16. তিতাস গ্যাসক্ষেত্র্রটি কোথায়?
- ক. ব্রাহ্মণবাড়িয়া
- খ. খাগড়াছড়ি
- গ. বগুড়া
- ঘ. হরিপুর
17. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
- ক. ৫টি
- খ. ১২টি
- গ. ৪টি‘
- ঘ. ৮টি
18. কোন দেশের রাজাকে ‘Son of God' বলা হতো -
- ক. ভুটান
- খ. নেপাল
- গ. জাপান
- ঘ. চীন
19. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো -
- ক. কুয়েত
- খ. ডেনমার্ক
- গ. সিঙ্গাপুর
- ঘ. কাতার
20. পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল -
- ক. ১৬৮টি
- খ. ১৬৯টি
- গ. ১৭০টি
- ঘ. ১৬৭টি
21. ২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১১৪ তম
- খ. ১১৫ তম
- গ. ১১৬ তম
- ঘ. ১১৭ তম
22. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
- ক. মোঘল সম্রাট আকবর
- খ. শেরে বাংলা এ, কে, ফজলুল হক
- গ. প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন
- ঘ. প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ
- ক. ১৯০৫ সালে
- খ. ১৯১১ সালে
- গ. ১৯০৬ সালে
- ঘ. ১৯৪০ সালে
24. নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?
- ক. পাল বংশ
- খ. সেন বংশ
- গ. সুলতান বংশ
- ঘ. উপরের কোনোটি নয়
25. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- ক. মহেশখালী
- খ. সেন্টমার্টিন
- গ. দক্ষিণ তালপট্টি
- ঘ. ভোলা