১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়

29. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. টারটারিক এসিড
  • গ. এসকরবিক এসিড
  • ঘ. ফসফরিক এসিড

33. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

  • ক. গঙ্গা কপোতাক্ষ প্রকল্প
  • খ. তিস্তা সেচ প্রকল্প
  • গ. কাপ্তাই সেচ প্রকল্প
  • ঘ. ফেনী সেচ প্রকল্প

35. ৮৬ তম অস্কার পুরস্কার - ২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?

  • ক. টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
  • খ. হিলিয়াম
  • গ. টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
  • ঘ. গ্রাভিটি

37. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

  • ক. দ্রাবিড়
  • খ. ইউরালীয়
  • গ. ইন্দো-ইউরোপীয়
  • ঘ. সেমিটেক

38. কোনটি শুদ্ধ বানান?

  • ক. আলস্যতা
  • খ. অলস্য
  • গ. আলস্য
  • ঘ. আলসতা

39. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. সুবর্ণ
  • খ. অনল
  • গ. মার্তণ্ড
  • ঘ. কর

40. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. চলৎ + চিত্র
  • খ. চল + চিত্র
  • গ. চলচ + চিত্র
  • ঘ. চলিচ + চিত্র

41. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

  • ক. উপসর্গ
  • খ. অনুসর্গ
  • গ. সমাস
  • ঘ. সন্ধি

43. পাণিনি কে ছিলেন?

  • ক. ভাষাবিদ
  • খ. ঋগ্বেদবিদ
  • গ. বৈয়াকণবিদ
  • ঘ. আখ্যানবিদ

44. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

  • ক. বৃহৎ
  • খ. বর্ধিষ্ণু
  • গ. বর্তমান
  • ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

45. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীব লিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

47. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রীক

48. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -

  • ক. কল্যাণীয়েষু
  • খ. সুচরিতেষু
  • গ. শ্রদ্ধাস্পদাসু
  • ঘ. প্রীতিভাজনেষু

49. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

  • ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
  • খ. ২৬ মার্চ, ১৯৯১
  • গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  • ঘ. পহেলা বৈশাখ, চৌদ্দশো একুশ

50. 'Superstitions' শব্দের অর্থ -

  • ক. যাদুবিদ্যা
  • খ. সেতুবন্ধন
  • গ. কুসংস্কারাচ্ছন্ন
  • ঘ. উপাসনা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics