১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
2. ৬০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ৭০
- খ. ৬৭
- গ. ৮০
- ঘ. ৭৭
3. দুইটি সংখ্যার ল. সা. গু. ৩৬ ও গ. সা. গু. ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
- ক. ৯
- খ. ১২
- গ. ১৫
- ঘ. ১৮
- ক. ২৫% লাভ হবে
- খ. ২৫% ক্ষতি হবে
- গ. ৩০% লাভ হবে
- ঘ. লাভ বা ক্ষতি কিছুই হবে না
6. ৬০ লিটার পানি ও চিনির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রেণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
- ক. ৭০ লিটার
- খ. ৬০ লিটার
- গ. ৮০ লিটার
- ঘ. ৫০ লিটার
7. 2a2 + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?
- ক. 2(a-8)
- খ. (a+5)
- গ. (a+4)
- ঘ. (a+8)
8. দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কি কি?
- ক. 7, 6
- খ. 7, 4
- গ. 12, 1
- ঘ. 6, 5
- ক. 12 বার
- খ. 6 বার
- গ. 4 বার
- ঘ. 3 বার
- ক. 10000 বর্গ সেমি
- খ. 11000 বর্গ সেমি
- গ. 1200 বর্গ সেমি
- ঘ. 1100 বর্গ সেমি
13. একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
- ক. 30 বর্গ সেমি
- খ. 25 বর্গ সেমি
- গ. 20 বর্গ সেমি
- ঘ. 15 বর্গ সেমি
14. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : :2 : 2 : 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
- ক. 100
- খ. 115
- গ. 135
- ঘ. 225
- ক. ৫.২৪ সেমি
- খ. ৪.২৫ সেমি
- গ. ২.৫৪ সেমি
- ঘ. ৪.৫২ সেমি
16. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
- ক. ময়নামতি
- খ. পাহাড়পুর
- গ. মহাস্থানগড়
- ঘ. সোনারগাঁও
17. বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়াল্র্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?
- ক. মধুপুর বন
- খ. সুন্দরবন
- গ. বান্দরবান
- ঘ. হিমছড়ি বন
18. http কোনটির সংক্ষিপ্ত রূপ?
- ক. Hyper Text Transfer Protocol
- খ. High Test Termination Procedure
- গ. Harvard Teletext Proof
- ঘ. Highest Times Technical Professional
19. CIRDAP এর সদর দপ্তর কোথায়?
- ক. নয়াদিল্লি
- খ. ঢাকা
- গ. ম্যানিলা
- ঘ. কুয়ালালামপুর
20. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৭৫
- খ. ১৯৮৫
- গ. ১৯৮৭
- ঘ. ১৯৯৭
21. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো -
- ক. জিওলজি
- খ. এ্যানথ্রপলোজি
- গ. এনটোমলজি
- ঘ. নিউরোলজি
22. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র - কানাডা
- খ. যুক্তরাষ্ট্র - মেক্সিকো
- গ. কানাডা - অস্ট্রেলিয়া
- ঘ. যুক্তরাষ্ট্র - ব্রাজিল
23. ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?
- ক. নাইজার
- খ. বাংলাদেশ
- গ. শাদ
- ঘ. মালি
24. ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?
- ক. সিয়েরা লিওরা
- খ. কঙ্গো
- গ. লিবিয়া
- ঘ. ইথিওপিয়া
25. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
- ক. ১২ নটিক্যাল মাইল
- খ. ২০০ নটিক্যাল মাইল
- গ. ১৪ নটিক্যাল মাইল
- ঘ. ৪০০ নটিক্যাল মাইল