ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডাক অধিদপ্তারের এস্টিমেটর
26. ‘অসমাপ্ত আত্মজীবনী’র রচয়িতা কে?
- ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রাহমান
- ঘ. হুমায়ন আহমেদ
27. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
- ক. ১ মে
- খ. ২৫ ডিসেম্বর
- গ. ২১ ফেব্রুয়ারি
- ঘ. ৭ জুন
28. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?
- ক. ৫৩৪৪০
- খ. ৫৩৪৪২
- গ. ৫৩৪৪৪
- ঘ. ৫৩৪৪৮
29. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. সোনারগাঁ
- খ. আগারগাঁও
- গ. সেগুনবাগিচা
- ঘ. উত্তরা
30. আলোকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?
- ক. লোহিত সাগর
- খ. ভূ-মধ্যসাগর
- গ. কৃষ্ণ সাগর
- ঘ. ইজিয়ান সাগর
31. কোনটি প্রতীকধর্মী উপন্যাস?
- ক. চাঁদের অমাবস্যা
- খ. ক্রীকদাসের হাসি
- গ. নিষিদ্ধ লোবান
- ঘ. দুধভাতে উৎপাত
34. হুমায়ুন আজাদ রচিত শিশু-কিশোরদের গ্রন্থ কোনটি?
- ক. লালনীল দীপাবলি
- খ. অচিন যাদুকর
- গ. ঘুম ভাঙানো নদী
- ঘ. ফুল পাখি সৌরভ
35. বঙ্গবন্ধু -১ উপগ্রহটি মহাকাশে কোন দ্রাঘিমায় স্থাপিত?
- ক. ১২১.৫
- খ. ১১৯.৯
- গ. ১০৭.৯
- ঘ. ১১০.০
36. বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি?
- ক. কৃষ্ণকুমারী
- খ. মায়াবসান
- গ. নীলদর্পণ
- ঘ. মায়াকানন
37. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
- ক. ই-মেইল
- খ. ইন্টারনেট
- গ. ইন্টারকম
- ঘ. মডেম
38. I wish I -
- ক. was dead
- খ. were dead
- গ. am dead
- ঘ. had been dead
39. Choose the correct sentence:
- ক. The students have gone to see the Himalaya.
- খ. The students have gone to see the Himalayas.
- গ. The students have gone to see Himalaya.
- ঘ. The students have gone to see Himalayas.
40. কোনটি শুদ্ধ বানানে লেখা শব্দ?
- ক. শুন্য
- খ. পুণ্য
- গ. ক্ষুন্ন
- ঘ. পুর্ণ
41. জার্মানির চ্যান্সেলরের নাম কী?
- ক. ইমানুয়েল ম্যাথরো
- খ. ভ্লাদিমির পুতিন
- গ. এঙ্গেলা মার্কেল
- ঘ. থেরেসা মে
42. The girl is popular - all. To full line gap are need :
- ক. for
- খ. at
- গ. with
- ঘ. by
43. জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?
- ক. একাত্তারের স্মৃতি
- খ. আমার একাত্তর
- গ. একাত্তরের দিনগুলি
- ঘ. জাহানারা ইমাম
44. Choose the correct sentence:
- ক. The teacher beat the student black and blue
- খ. The teacher beat the student in black and blue
- গ. The teacher bit the student black and blue
- ঘ. The teacher bit the student in black and blue
45. কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. ভূদেব মুখোপাধ্যায়
- গ. রাজা রামমোহন রায়
- ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
46. Which of the following is close to 'archipelago' in meaning
- ক. a group of archives
- খ. Archeological sites
- গ. A group of islands
- ঘ. Arch of a building
47. একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্য ৬৮ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
- ক. ৬০ টাকা
- খ. ৭২ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৯০ টাকা
48. কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ?
- ক. আলোছায়া
- খ. ছায়াতরু
- গ. ছায়াময়
- ঘ. তরুছায়া
49. কতজন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়?
- ক. ২৫ জন
- খ. ১৫ জন
- গ. ১০ জন
- ঘ. ৫ জন
50. Fill in the gaps of the following with appropriate word/words : _ Germans are very enterprising.
- ক. No
- খ. The
- গ. An
- ঘ. A