ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার
51. Find out the correct sentence.
- ক. We write on ink
- খ. We write by ink
- গ. We write in ink
- ঘ. We write with ink
52. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
- ক. রোম
- খ. জেনেভা
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
53. সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় -
- ক. বিশেষ্য ও বিশেষণে
- খ. ক্রিয়াপদ ও সর্বনাম
- গ. সন্ধি ও উপসর্গে
- ঘ. প্রকৃতি ও প্রত্যয়ে
54. সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়?
- ক. ১২ বছর
- খ. ১৫ বছর
- গ. ১৮ বছর
- ঘ. ২১ বছর
55. The abbreviation BC stands for -
- ক. Before Call
- খ. Before coronation
- গ. Before christ
- ঘ. British Church
56. Find out the word with correct spelling -
- ক. insted
- খ. instaed
- গ. instead
- ঘ. insteed
57. পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
- ক. ৪টি
- খ. ৩টি
- গ. ৬টি
- ঘ. ৫টি
58. ‘শেখ হাসিনা ধরলা সেতু’ কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
- ক. মুন্সিগঞ্জ - মানিকগঞ্জ
- খ. টাঙ্গাইল - সিরাজগঞ্জ
- গ. কুড়িগ্রাম - লালমনিরহাট
- ঘ. রাঙ্গামাটি - বান্দরবান
59. Choose the right sentence -
- ক. If you run in the rain you maybe catch cold
- খ. It you run in the rain you may have caught cold
- গ. If you run in the rain you will catch cold
- ঘ. If you run in the rain you will be catching cold
60. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. কবিতা
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. ছোটগল্প
61. The antonym of the word 'shabby' is -
- ক. honesty
- খ. sober
- গ. new
- ঘ. hostile
62. Which of the following is correct?
- ক. The old man was died yesterday
- খ. The old man has died yesterday
- গ. The old man died yesterday
- ঘ. The old man had died yesterday
63. ‘পর্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পর্য + ন্ত
- খ. পরি + অন্ত
- গ. পর্য + অন্ত
- ঘ. প + যন্ত
65. গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
- ক. টাঙ্গাইল
- খ. দিনাজপুর
- গ. ময়মনসিংহ
- ঘ. খাগড়াছড়ি
66. ‘স্বাধীনতা’ এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাটি কোন কবির রচনা?
- ক. আহসান হাবীব
- খ. নির্মলেন্দু গুণ
- গ. রফিক আজাদ
- ঘ. মহাদেব সাহা
67. ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী?
- ক. রোগ বিশেষ
- খ. সর্দি - কাশি
- গ. প্রতারণা
- ঘ. অসম্ভব ঘটনা
68. Fill in the blank with the right word. The students have free - to the teachers.
- ক. excess
- খ. excees
- গ. access
- ঘ. axcess
- ক. ৮ বছর
- খ. ১০ বছর
- গ. ১২ বছর
- ঘ. ১৪ বছর
70. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?
- ক. কাঁদো নদী কাঁদো
- খ. পদ্মা মেঘনা যমুনা
- গ. দেবদাস
- ঘ. পুতুল নাচের ইতিহাস
71. Which of the following in feminine gender?
- ক. host
- খ. cock
- গ. mare
- ঘ. drake
72. একটি দণ্ডের দৈর্ঘ্য ১৯ মিটার ৫ সেন্টিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করলে কত হবে?
- ক. ১৯.১৫ মিটার
- খ. ১৯.০৫ মিটার
- গ. ১৯.৫০ মিটার
- ঘ. ১৯.২০ মিটার
- ক. for betterment
- খ. permanently
- গ. for the time being
- ঘ. in future
74. নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?
- ক. বৈদ্যুতিক মটর
- খ. ব্যাটারী
- গ. জেনারেটর
- ঘ. ঘুর্ণায়মান কয়েল মিটার
75. What will be right word for following gap? She is - Honors graduate.
- ক. a
- খ. an
- গ. the
- ঘ. no article