ভ্রমন কাহিনী

1. জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?

  • ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • খ. চলে মুসাফির
  • গ. বিলেতে সাড়ে সাতশ দিন
  • ঘ. আমার তুরস্ক

উত্তরঃ চলে মুসাফির

বিস্তারিত

2. জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা?

  • ক. কবিতা
  • খ. উপন্যাস
  • গ. ভ্রমণ কাহিনী
  • ঘ. আত্মজীবনী

উত্তরঃ ভ্রমণ কাহিনী

বিস্তারিত

3. নিচের কোনটি ভ্রমণ কাহিনী?

  • ক. দুই দেশ, দুই মন
  • খ. পার্থিব
  • গ. জঙ্গম
  • ঘ. ভলগা থেকে গঙ্গা

উত্তরঃ ভলগা থেকে গঙ্গা

বিস্তারিত

4. বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন--

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. আলাওল
  • গ. রামরাম বসু
  • ঘ. শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ রামরাম বসু

বিস্তারিত

5. সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত--

  • ক. চাচা কাহিনী
  • খ. দেশে বিদেশে
  • গ. ঝান্ডুদা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দেশে বিদেশে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects