বিখ্যাত প্রবন্ধ

1. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’, প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

  • ক. এস ওয়াজেদ আলী
  • খ. এয়াকুব আলী চৌধুরী
  • গ. মোঃ লুৎফর রহমান
  • ঘ. মোঃ ওয়াজেদ আলী

উত্তরঃ মোঃ লুৎফর রহমান

বিস্তারিত

2. ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ডঃ এনামূল হক
  • গ. মুহম্মদ আবদুল হাই
  • ঘ. ইব্রাহীম খাঁ

উত্তরঃ মুহম্মদ আবদুল হাই

বিস্তারিত

3. ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?

  • ক. বশীর আল-হেলাল
  • খ. ড. রফিকুল ইসলাম
  • গ. বদরুদ্দীন উমর
  • ঘ. ড. আহমদ শরীফ

উত্তরঃ বদরুদ্দীন উমর

বিস্তারিত

4. ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন-

  • ক. বদরুদ্দিন উমর
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. আবুল কালাম মনজুর মোরশেদ

উত্তরঃ বদরুদ্দিন উমর

বিস্তারিত

5. ‘সংস্কৃতির সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম-

  • ক. মোতাহের হেসেন চৌধুরী
  • খ. গোপাল হালদার
  • গ. আবুল ফজল
  • ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ

উত্তরঃ মোতাহের হেসেন চৌধুরী

বিস্তারিত

6. ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. গোপাল হালদার
  • খ. সুফিয়া কামাল
  • গ. শহীদুল্লাহ কায়াসার
  • ঘ. আলতাফ মাহমুদ

উত্তরঃ গোপাল হালদার

বিস্তারিত

7. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মাওলানা আকরাম খাঁ
  • খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. মোঃ আব্দুল হাই
  • ঘ. মোঃ বরকতুল্লাহ

উত্তরঃ মোঃ বরকতুল্লাহ

বিস্তারিত

8. ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. এস ওয়াজেদ আলী
  • খ. ইয়াকুব আলী চৌধুরী
  • গ. মোঃ লুৎফর রহমান
  • ঘ. মোঃ বরকতুল্লাহ

উত্তরঃ মোঃ বরকতুল্লাহ

বিস্তারিত

9. কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা?

  • ক. ভাষার ইতিবৃত্ত
  • খ. আধুনিক ভাষাতত্ত্ব
  • গ. মনীষা মঞ্জুষা
  • ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা

উত্তরঃ মনীষা মঞ্জুষা

বিস্তারিত

10. আলাওলের ‘পদ্মাবর্তী’ পুঁথি সম্পাদনা করেছেন-

  • ক. ড. আহমদ শরীফ
  • খ. ড. সুকুমার সেন
  • গ. ড. মুহম্মদ এনামূল হক
  • ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ

উত্তরঃ আব্দুল করিম সাহিত্য বিশারদ

বিস্তারিত

11. ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে?

  • ক. আকবর আলী খান
  • খ. ড. মুহম্মদ ইউনুস
  • গ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
  • ঘ. ড. আতিয়ার রহমান

উত্তরঃ আকবর আলী খান

বিস্তারিত

12. ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?

  • ক. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
  • খ. সচ্ছল বাংলাদেশের সন্ধানে
  • গ. স্বনির্ভর স্বদেশের
  • ঘ. দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে

উত্তরঃ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে

বিস্তারিত

13. ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মোতাহের হোসেন চৌধুরী
  • গ. ড. মুহম্মদ এনামূল হক
  • ঘ. ড. আনিসুজ্জামান

উত্তরঃ ড. আনিসুজ্জামান

বিস্তারিত

14. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন-

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহম্মদ আব্দুল হাই
  • গ. সৈয়দ আলী আহসান
  • ঘ. আহমদ শরীফ

উত্তরঃ আহমদ শরীফ

বিস্তারিত

15. ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা-

  • ক. নূরজাহান
  • খ. গুলবদন বেগম
  • গ. হুমায়ুন
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ গুলবদন বেগম

বিস্তারিত

16. মুহম্মদ আবদুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন?

  • ক. সৈয়দ আলী আহসান
  • খ. জিল্লুর রহমান সিদ্দিকী
  • গ. ড. রফিকুল ইসলাম
  • ঘ. ড. আহমদ শরীফ

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

17. ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থ কে রচনা করেছেন?

  • ক. ড. মুহম্মদ এনামুল হক
  • খ. মুহম্মদ আব্দুল হাই
  • গ. ড. কাজী দীন মুহাম্মদ
  • ঘ. ড. হুমায়ুন আজাদ

উত্তরঃ ড. কাজী দীন মুহাম্মদ

বিস্তারিত

18. 'The Song of India' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. অমর্ত্য সেন
  • খ. এ পি জে আবদুল কালাম
  • গ. সরোজিনী নাইডু
  • ঘ. মহাত্মা গান্ধী

উত্তরঃ সরোজিনী নাইডু

বিস্তারিত

19. 'পলাশীর যুদ্ধ' বইটি কে রচনা করেন?

  • ক. ডি এল রায়
  • খ. এন সি ঘোষ
  • গ. কালিদাস রায়
  • ঘ. চন্দ্রশেখর

উত্তরঃ ডি এল রায়

বিস্তারিত

20. 'নয়নচারা' গল্পটি কার রচনা?

  • ক. আবু ইসহাক
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. মাহবুবুল আলম
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

21. কোনটি মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ?

  • ক. সংস্কৃতির কথা
  • খ. শিক্ষা ও মনুষ্যত্ব
  • গ. শিক্ষার লক্ষ্য
  • ঘ. সভ্যতা ও সুখ

উত্তরঃ সংস্কৃতির কথা

বিস্তারিত

22. 'কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?

  • ক. জসীমউদ্দীন
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. আবদুল হাকিম
  • ঘ. আবদুল কাদির

উত্তরঃ আবদুল কাদির

বিস্তারিত

23. 'এসো বিজ্ঞানের রাজ্যে'র লেখক কে?

  • ক. আবদুল হাই
  • খ. আবদুল্লাহ আল মুতী
  • গ. জাফর ইকবাল
  • ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ আবদুল্লাহ আল মুতী

বিস্তারিত

24. কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?

  • ক. ড. জিভাগো
  • খ. মা
  • গ. ফাউস্ট
  • ঘ. আনা কারেনিনা

উত্তরঃ আনা কারেনিনা

বিস্তারিত

25. অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি?

  • ক. জনান্তিকে
  • খ. সরস প্রবন্ধ
  • গ. কথা ভারতী
  • ঘ. বাংলা সাহিত্যে হাস্যরস

উত্তরঃ বাংলা সাহিত্যে হাস্যরস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects