মুসলমান গদ্য লেখক

1. ১৯ শতকের প্রথম মুসলিম লেখকের নাম-

  • ক. গোলাম হোসেন
  • খ. খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী
  • গ. হামদিুল্লাহ খাঁ
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী

বিস্তারিত

2. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-

  • ক. মোঃ আব্দুল হাই
  • খ. মোঃ বরকতউল্লা
  • গ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মওলানা আকরাম খাঁ

উত্তরঃ মওলানা আকরাম খাঁ

বিস্তারিত

3. আকরাম খাঁ রচিত ‘মোস্তফা রচিত্র’ গ্রন্থটি-

  • ক. কাব্য গ্রন্থ
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. সীরাত গ্রন্থ

উত্তরঃ সীরাত গ্রন্থ

বিস্তারিত

4. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত?

  • ক. মানুষের নবী
  • খ. বিশ্বনবী
  • গ. সমাজ ও সমাধান
  • ঘ. মরু দুলাল

উত্তরঃ সমাজ ও সমাধান

বিস্তারিত

5. কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?

  • ক. মরুমায়া
  • খ. মরু ভাস্কর
  • গ. মরুতীর্থ
  • ঘ. মরু কুসুম

উত্তরঃ মরু ভাস্কর

বিস্তারিত

6. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

  • ক. মোস্তফা চরিত
  • খ. নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
  • গ. বিশ্বনবী
  • ঘ. মানব-মুকুট

উত্তরঃ মানব-মুকুট

বিস্তারিত

7. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ আকরাম খাঁ
  • খ. এয়াকুব আলী চৌধুরী
  • গ. এস. ওয়াজেদ আলী
  • ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী

উত্তরঃ এয়াকুব আলী চৌধুরী

বিস্তারিত

8. ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা-

  • ক. গোলম মোস্তাফা
  • খ. আবুল মনসুর আহমেদ
  • গ. আবুল ফজল
  • ঘ. মোঃ আব্দুল হাই

উত্তরঃ গোলম মোস্তাফা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects