বিখ্যাত নাটক
51. দীনবন্ধুর বাল্যনাম কি ছিল?
- ক. দীনবন্ধু মিত্র
- খ. গন্ধর্বনারায়ণ
- গ. দীনবন্ধু নারায়ণ
- ঘ. গন্ধর্বমিত্র
উত্তরঃ গন্ধর্বনারায়ণ
52. কোন ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিগো কমিশন' গঠিত হয়?
- ক. লঙ সাহেবকে জরিমানা করার জন্য
- খ. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রেক্ষিতে
- গ. নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
- ঘ. নীল চাষের উদ্যোগ প্রেক্ষিতে
উত্তরঃ নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
53. রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করে ডি এল রায় কোন নাটকটি রচনা করেন?
- ক. পাষাণী
- খ. সীতা
- গ. আনন্দ বিদায়
- ঘ. দুর্গাদাস
উত্তরঃ আনন্দ বিদায়
54. 'হুতোম প্যাঁচার নকশা' প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন?
- ক. ইংরেজি মিশনারীজদের
- খ. ব্রিটিশ শাসকদের
- গ. কলকাতার বাবু সমাজের
- ঘ. যারা বহুবিবাহ করতেন
উত্তরঃ কলকাতার বাবু সমাজের
55. কোন প্রহসনটি দিনবন্ধু মিত্রের?
- ক. জামাই বারিক
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. সধবার একাদশী
- ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
56. ডি এল রায়ের সামাজিক নাটক নয় কোনটি?
- ক. পরপারে
- খ. বঙ্গনারী
- গ. দুর্গাদাস
- ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ দুর্গাদাস
57. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
- ক. শাহাদাৎ হোসেন
- খ. ইব্রাহীম খাঁ
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. আকবর উদ্দীন
উত্তরঃ শাহাদাৎ হোসেন
There are no comments yet.