বাংলা প্রবন্ধ

1. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

  • ক. দীনেশ চন্দ্র সেন
  • খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মুহম্মদ এনমূল হক

উত্তরঃ দীনেশ চন্দ্র সেন

বিস্তারিত

2. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?

  • ক. সুকুমার সেন
  • খ. দীনেশ চন্দ্র সেন
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ দীনেশ চন্দ্র সেন

বিস্তারিত

3. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?

  • ক. মুসলিম মানস ও বাংলা সাহিত্য
  • খ. বঙ্গভাষা ও সাহিত্য
  • গ. বাংলা গদ্যরীতির ইতিহাস
  • ঘ. বাংলা সাহিত্যে গদ্য

উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য

বিস্তারিত

4. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
  • খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
  • গ. মুহম্মদ আব্দুল হাই ও আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
  • ঘ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

উত্তরঃ মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

বিস্তারিত

5. ডঃ মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-

  • ক. বঙ্গভাষা ও সাহিত্য
  • খ. বাংলা সাহিত্যের কথা
  • গ. বাঙালা সাহিত্যের ইতিহাস
  • ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

উত্তরঃ বাংলা সাহিত্যের কথা

বিস্তারিত

6. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন-

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. সৈয়দ আলী আহসান
  • ঘ. ড. এনামূল হক

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

7. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন-

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. ড. শহীদুল্লাহ
  • গ. সুকুমার সেন
  • ঘ. মুহম্মদ এনামূল হক

উত্তরঃ ড. শহীদুল্লাহ

বিস্তারিত

8. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কি?

  • ক. দিলারা হাশেম
  • খ. রাজিয়া খান
  • গ. রিজিয়া রহমান
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রাজিয়া খান

বিস্তারিত

9. ‘কালের দর্পণে স্বদেশ’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা হলেন-

  • ক. ড. নীলিমা ইব্রাহীম
  • খ. ড. আহমদ শরীফ
  • গ. সৈয়দ আলী আহসান
  • ঘ. ড. আশরাফ সিদ্দিকী

উত্তরঃ ড. আহমদ শরীফ

বিস্তারিত

10. ‘বাংলার লোকসংস্কৃতি’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?

  • ক. আনিসুজ্জামান
  • খ. মনিরুজ্জামান
  • গ. রফিকুল ইসলাম
  • ঘ. ওয়াকিল আহমদ

উত্তরঃ ওয়াকিল আহমদ

বিস্তারিত

11. ‘ভাষা আন্দোলনের আদিপর্ব’ প্রবন্ধ গ্রন্থটির লেখক-

  • ক. বদরুদ্দীন উমর
  • খ. আবুল ফজল
  • গ. আবদুল হক
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ আবদুল হক

বিস্তারিত

12. ‘যুদ্ধ পূর্ব বাংলাদেশ’ চরিত্রের দিক হতে কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. প্রবন্ধ
  • খ. গল্প
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ গবেষণা

উত্তরঃ প্রবন্ধ গবেষণা

বিস্তারিত

13. ড. আনিসুজ্জামান রচিত ‘আঠারো শতকের বাংলা চিঠি’ কোন ধরনের রচনা?

  • ক. গল্পগ্রন্থ
  • খ. কাব্য উপন্যাস
  • গ. প্রবন্ধগ্রন্থ
  • ঘ. উপন্যাস

উত্তরঃ প্রবন্ধগ্রন্থ

বিস্তারিত

14. নিচের কোনটি বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ?

  • ক. রক্তাক্ত মানচিত্র
  • খ. সীমান্ত শিবির
  • গ. প্রতিধ্বনিগণ
  • ঘ. ভাষা আন্দোলন

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

15. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?

  • ক. লোকায়ত বাংলা
  • খ. সাম্প্রদায়িকতা
  • গ. বিচিত্র চিন্তা
  • ঘ. বিচিত্র কথা

উত্তরঃ বিচিত্র চিন্তা

বিস্তারিত

16. 'শিক্ষা ও সভ্যতা' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. অতুলচন্দ্র গুপ্ত
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. কাজী মোতাহর হোসেন
  • ঘ. বদরুদ্দীন ওমর

উত্তরঃ অতুলচন্দ্র গুপ্ত

বিস্তারিত

17. 'কয়েকটি গান' ও 'গীতিপুঞ্জ' কোন কবির গানের সংকলন?

  • ক. অতুলচন্দ্র গুপ্ত
  • খ. অতুল প্রসাদ সেন
  • গ. অচিন্ত্যকুমার
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ অতুল প্রসাদ সেন

বিস্তারিত

18. অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?

  • ক. ক্ষীরের পুতুল
  • খ. ভুত পত্রীর দেশ
  • গ. রংবেরং
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

19. দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?

  • ক. বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ
  • খ. ব্রাক্ষ ধর্ম
  • গ. ব্রাহ্মবিবাহ প্রণালী
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

20. 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. অলি আহাদ
  • খ. বদরুদ্দীন ওমর
  • গ. ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
  • ঘ. আহমদ ছফা

উত্তরঃ বদরুদ্দীন ওমর

বিস্তারিত

21. 'জাতীয় রাজনীতিঃ ১৯৪৫ থেকে ৭৫' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. আবুল মনসুর আহমদ
  • খ. অলি আহাদ
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. মুনতাসির মামুন

উত্তরঃ অলি আহাদ

বিস্তারিত

22. প্রবোধ কুমার সান্যাল রচিত গল্পগ্রন্থ কোনটি?

  • ক. রাশিয়ার ডায়েরী
  • খ. আঁকাবাঁকা
  • গ. প্রিয়বান্ধবী
  • ঘ. যাযাবর

উত্তরঃ যাযাবর

বিস্তারিত

23. 'শিক্ষার লক্ষ্য' মোতাহের হোসেন চৌধুরীর কোন ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. প্রবন্ধ
  • গ. নাটক
  • ঘ. প্রহসন

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

24. আবদুল করিম সাহিত্য বিশারদ- এর 'ইসলামাবাদ' প্রবন্ধের বিষয় বস্তু কি?

  • ক. ইসলাম ধর্মের ইতিহাস
  • খ. চট্টগ্রামের সচিত্র ইতিহাস
  • গ. পশ্চিম পাকিস্তানের ইতিহাস
  • ঘ. মধ্যপ্রাচ্যের ইতিহাস

উত্তরঃ চট্টগ্রামের সচিত্র ইতিহাস

বিস্তারিত

25. কোনটি বুদ্ধদেব বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ?

  • ক. সব পেয়েছির দেশ
  • খ. কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ
  • গ. পৃথিবীর পথে
  • ঘ. আমার ছেলেবেলা

উত্তরঃ আমার ছেলেবেলা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects