রবীন্দ্রনাথ ঠাকুর

26. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?

  • ক. শেষের কবিতা
  • খ. বলাকা
  • গ. ডাকঘর
  • ঘ. কালান্তর

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

27. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয়?

  • ক. শেষ সপ্তক
  • খ. শ্যামলী
  • গ. শেষ লেখা
  • ঘ. শেষের কবিতা

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

28. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. সুকুমার সেন
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. পবিত্র সরকার

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

29. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গণদেবতা
  • গ. আরণ্যক
  • ঘ. ঘরে-বাইরে

উত্তরঃ ঘরে-বাইরে

বিস্তারিত

30. ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো-

  • ক. ব্রিটিশ ভারতে রাজনীতি
  • খ. ইতিহাস
  • গ. প্রেম-ভালবাসা
  • ঘ. জমিদার-প্রজারকাহিনী

উত্তরঃ ব্রিটিশ ভারতে রাজনীতি

বিস্তারিত

31. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

  • ক. চতুরঙ্গ
  • খ. চতুষ্কোণ
  • গ. চতুদর্শী
  • ঘ. চতুষ্পাঠী

উত্তরঃ চতুরঙ্গ

বিস্তারিত

32. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি-

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. ভ্রমণকাহিনী
  • ঘ. কাব্য

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

33. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-

  • ক. চতুর্দশী
  • খ. চুতষ্পাঠী
  • গ. চতুর্দশপদী
  • ঘ. চার অধ্যায়

উত্তরঃ চার অধ্যায়

বিস্তারিত

34. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন?

  • ক. সুভাষ চন্দ্র বসু
  • খ. লোকেন্দ্রনাথ পালিত
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

36. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. চোখের বালি
  • খ. বলাকা
  • গ. ঘরে বাইরে
  • ঘ. রক্তকরবী

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

37. ‘রক্তকরবী’ কি?

  • ক. রবীন্দ্রনাথের নাটক
  • খ. তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
  • গ. বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
  • ঘ. সৈয়দ শামসুল হকের নাটক

উত্তরঃ রবীন্দ্রনাথের নাটক

বিস্তারিত

38. রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল-

  • ক. রাজা ও রানী
  • খ. ডাকঘর
  • গ. তাসের ঘর
  • ঘ. প্রায়শ্চিত্ত

উত্তরঃ ডাকঘর

বিস্তারিত

39. কোনটি নাটক?

  • ক. ডাকঘর
  • খ. রজনী
  • গ. গৃহদাহ
  • ঘ. তিথিডোর

উত্তরঃ ডাকঘর

বিস্তারিত

40. ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. নুরুল মোমেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

41. ‘বিসর্জন’ কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সেলিম আল দীন
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. গিরিশ চন্দ্র ঘোষ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

42. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

43. গল্পগুচ্ছের লেখক কে?

  • ক. রবীন্দ্রনাথ
  • খ. বীরবল
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

44. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয়?

  • ক. ডাকঘর
  • খ. নলিনী
  • গ. মুক্তধারা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ নৌকাডুবি

বিস্তারিত

45. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?

  • ক. ক্ষুধিত পাষাণ
  • খ. পদ্মগোখরা
  • গ. মাস্টার মশায়
  • ঘ. একটি তুলসী গাছের কাহিনী

উত্তরঃ ক্ষুধিত পাষাণ

বিস্তারিত

46. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে

  • ক. হৈমন্তী
  • খ. বিলাসী
  • গ. কোরবানী
  • ঘ. মহেশ

উত্তরঃ হৈমন্তী

বিস্তারিত

47. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ

  • ক. য়ুরোপ প্রবাসী পত্র
  • খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
  • গ. জাপানযাত্রীর পত্র
  • ঘ. জাভাযাত্রীর পত্র

উত্তরঃ য়ুরোপ প্রবাসী পত্র

বিস্তারিত

48. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. রজনীকান্ত সেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

49. ‘পঞ্চভূত’ কার লেখা-

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. হুমায়ন আহম্মেদ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

50. ‘দেনাপাওনা’ উন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
  • খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects