রবীন্দ্রনাথ ঠাকুর

76. নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।

  • ক. কায়কোবাদ
  • খ. ফররুখ আহমদ
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

77. 'যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা?

  • ক. শামসুর রহমান
  • খ. আহসান হাবীব
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

78. রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?

  • ক. ডাকঘর
  • খ. অচলায়তন
  • গ. বাল্মীকি প্রতিভা
  • ঘ. রাজা ও রাণী

উত্তরঃ বাল্মীকি প্রতিভা

বিস্তারিত

79. নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?

  • ক. চিত্রাঙ্গদা
  • খ. বিসর্জন
  • গ. চতুরঙ্গ
  • ঘ. রক্তকবরী

উত্তরঃ চিত্রাঙ্গদা

বিস্তারিত

80. ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?

  • ক. মুক্তধারা
  • খ. রক্তকরবী
  • গ. অচলায়তন
  • ঘ. বিসর্জন

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

81. নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?

  • ক. রাজা ও রাণী
  • খ. চিরকুমার সভা
  • গ. বিয়ে পাগলা বুড়ো
  • ঘ. রামগরুড়ের ছানা

উত্তরঃ চিরকুমার সভা

বিস্তারিত

82. ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?

  • ক. ডাকঘর
  • খ. বিসর্জন
  • গ. রক্তকরবী
  • ঘ. অচলায়তন

উত্তরঃ ডাকঘর

বিস্তারিত

83. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?

  • ক. ঘরে বাইরে
  • খ. নৌকাডুবি
  • গ. করুণা
  • ঘ. গোরা

উত্তরঃ করুণা

বিস্তারিত

84. রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?

  • ক. গোরা/চার অধ্যায়
  • খ. যোগাযোগ
  • গ. চোখের বালি
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ গোরা/চার অধ্যায়

বিস্তারিত

85. ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-

  • ক. অমিত, লাবণ্য
  • খ. মহেন্দ্র, বিনোদিনী
  • গ. মধূসুদন, কুমুদিনী
  • ঘ. শচীশ, দামিনী

উত্তরঃ অমিত, লাবণ্য

বিস্তারিত

86. উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

87. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?

  • ক. নৌকাডুবি
  • খ. যোগাযোগ
  • গ. দুইবোন
  • ঘ. নৈবেদ্য

উত্তরঃ যোগাযোগ

বিস্তারিত

88. রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?

  • ক. কাবুলিওয়ালা
  • খ. পোস্টমাস্টার
  • গ. হৈমন্তী
  • ঘ. ভিখারিনী

উত্তরঃ ভিখারিনী

বিস্তারিত

89. ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?

  • ক. পোস্ট মাস্টার
  • খ. শাস্তি
  • গ. ছুটি
  • ঘ. একরাত্রি

উত্তরঃ ছুটি

বিস্তারিত

90. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?

  • ক. কঙ্কাল
  • খ. ল্যাবরেটরী
  • গ. নষ্টনীড়
  • ঘ. স্ত্রীর পত্র

উত্তরঃ ল্যাবরেটরী

বিস্তারিত

91. রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?

  • ক. সভ্যতার সংকট
  • খ. কঙ্কাল
  • গ. ল্যাবরেটরী
  • ঘ. বিশ্বপরিচয়

উত্তরঃ বিশ্বপরিচয়

বিস্তারিত

92. ‘কালান্তর’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ?

  • ক. ছোটগল্প
  • খ. প্রবন্ধ
  • গ. উপন্যাস
  • ঘ. কাব্য

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

93. ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?

  • ক. পত্র
  • খ. উপন্যাস
  • গ. প্রবন্ধ
  • ঘ. ভ্রমণকাহিনী

উত্তরঃ ভ্রমণকাহিনী

বিস্তারিত

94. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. সোনার তরী
  • গ. চিত্রা
  • ঘ. বলাকা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

95. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?

  • ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
  • খ. প্রথম বিশ্বযুদ্ধ
  • গ. অসহযোগ আন্দোলন
  • ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন

উত্তরঃ বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন

বিস্তারিত

96. রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?

  • ক. সুইজারল্যান্ড
  • খ. তুরস্ক
  • গ. জাপান
  • ঘ. জার্মানি

উত্তরঃ জাপান

বিস্তারিত

97. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-

  • ক. নাটকের নাম
  • খ. গল্পের নাম
  • গ. উপন্যাসের নাম
  • ঘ. গীতিনাট্যের নাম

উত্তরঃ নাটকের নাম

বিস্তারিত

98. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

  • ক. সোনার তরী
  • খ. সেঁজুতি
  • গ. ক্ষণিকা
  • ঘ. ফাল্গুনী

উত্তরঃ ফাল্গুনী

বিস্তারিত

99. ২৫শে বৈশাখ কার জন্ম দিন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুর রহমান
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

100. 'ঠাকুর' পরিবারের আসল পদবী ছিল?

  • ক. কুশারী
  • খ. মুখোপাধ্যায়
  • গ. শাস্ত্রী
  • ঘ. ঘোষ

উত্তরঃ কুশারী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects