আবুল মনসুর আহমদ
1. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে-
- ক. মোঃ আব্দুল হাই
- খ. ডঃ শহীদুল্লাহ
- গ. আবুল মনসুর আহমদ
- ঘ. আতাউর রহমান
উত্তরঃ আবুল মনসুর আহমদ
2. ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা-
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. আবদুল করিম সাহিত্য বিশারদ
- গ. আবুল মনসুর আহমদ
- ঘ. আবুল ফজল
উত্তরঃ আবুল মনসুর আহমদ
3. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
- ক. আলাউদ্দিন আল আজাদ
- খ. আবু রুশদ
- গ. আবুল মনসুর আহমদ
- ঘ. আবুল ফজল
উত্তরঃ আবুল মনসুর আহমদ
4. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা-
- ক. আবুল কালাম শামসুদ্দীন
- খ. আবুল মনসুর আহমদ
- গ. আবুল ফজল
- ঘ. মাহবুবুল আলম
উত্তরঃ আবুল মনসুর আহমদ
5. ‘ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা?
- ক. উপন্যাস
- খ. কাব্য
- গ. ভ্রমণকাহিনী
- ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ এগুলোর কোনটিই নয়
6. ‘গালিভারের সফরনামা’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
- ক. আবুল মনসুর আহমদ
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ আবুল মনসুর আহমদ
8. 'আবে হায়াৎ' আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ?
- ক. কাব্য
- খ. প্রবন্ধ
- গ. জীবনী সাহিত্য
- ঘ. উপন্যাস
উত্তরঃ উপন্যাস
There are no comments yet.